এসএসসি’৯৯ আমাদের অনেক বেশি আবেগ, ভালোবাসা ও সম্মানের জায়গা। আমাদের এসএসসি’৯৯ এর লেখক বন্ধুদের লেখালেখি ও সাহিত্য আড্ডা চলমান রাখার প্রয়াসে ভার্চুয়াল জগতে “নিরানব্বইয়ের কবি” একটি আস্থা, বিশ্বাস এবং ভরসার নাম। সাহিত্যচর্চার প্ল্যাটফর্ম www.facebook.com/groups/niranobboierkobi ইতিমধ্যে আমাদের ৯৯ এর কবি, লেখক, বাচিক শিল্পী এবং সাহিত্যমনা বন্ধুদের হৃদয়ে স্থান করে নিয়েছে। প্ল্যাটফর্মটি তাদের পদচারণায় সবসময় মুখরিত থাকে। বিগত দুইটি একুশে বইমেলায় নিরানব্বইয়ের বন্ধুদের লেখা নিয়ে কাজ করেছি। একুশে বইমেলা-২২ এ প্রকাশিত হয়েছিল ‘নিরানব্বইয়ের কবিতা’ এবং একুশে বইমেলা-২৩ এ প্রকাশিত হয়েছিল ‘নিরানব্বইয়ের সাহিত্য’। এই সাফল্যের ধারবাহিকতায় এবারও “নিরানব্বইয়ের কবি” প্ল্যাটফর্ম হতে অমর একুশে বইমেলা-২০২৪ উপলক্ষে শুধুমাত্র নিরানব্বইয়ের লেখক বন্ধুদের অংশগ্রহণে “নিরানব্বইয়ের সাহিত্য-২” নামে একটি গ্রন্থ প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়। এসএসসি’৯৯ এর সকল প্ল্যাটফর্মের মধ্যে প্রথমবারের মতো ৯৯ (নিরানব্বই) জন লেখক বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই গ্রন্থটি প্রকাশিত হলো। গ্রন্থটিতে প্রবন্ধ, ছোটগল্প, ভ্রমণ কাহিনী, অঙ্কণ এবং কবিতা সংকলিত হয়েছে। নিরানব্বইয়ের সাহিত্য-২ গ্রন্থটির জন্য লেখা সংগ্রহ, সম্পাদনা, প্রুফ রিডিং, প্রচ্ছদ, অলংকরণ এবং বই আকারে সন্নিবেশ করা সে এক বিশাল কর্মযজ্ঞ। গ্রন্থটি নির্ভুল ও সুন্দরভাবে উপস্থাপন করার জন্য সবসময় পাশে পেয়েছি প্রাণপ্রিয় চার ভাইবন্ধু লিয়াকত সুমন, নাঈম রহমান, হাসনাত তুহিন এবং হাসিবুল আলমকে। তাদের এই পাশে পাওয়া আমার কাজকে সহজ করে দিয়েছে অনেকাংশে। তাদের জন্য আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। গ্রন্থে নির্ভুল থাকার আমাদের সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও ভুল-ত্রুটি থাকা অস্বাভাবিক নয়। এমন অনিচ্ছাকৃত ত্রুটি থাকলে তা লেখক ও পাঠকদের ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি। আশা করছি “নিরানব্বইয়ের সাহিত্য-২” গ্রন্থটি শুভানুধ্যায়ী, পাঠক, পরিবার এবং বন্ধুমহলে সমাদৃত হবে, যা ৯৯ লেখক বন্ধুদের ভীষণভাবে অনুপ্রাণিত করবে।