বইটির বৈশিষ্ট্য: বোর্ড প্রশ্নের বিশ্লেষণ বিভিন্ন সালের বোর্ড প্রশ্নের আলোকে বিষয়বস্তু ও প্রশ্ননম্বরসহ বোর্ড ও সাল উল্লেখ করে বিশ্লেষণ দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে তৈরি এ প্রশ্নগুলো দেখে নিলে তুমি টপিকগুলোর গুরুত্ব বুঝতে পারবে এবং নিজে নিজেই সাজেশন তৈরি করতে পারবে। পরিচ্ছেদভিত্তিক পরীক্ষা প্রস্তুতি ২০২৫ সালের পরীক্ষার্থীদের জন্য এনসিটিবি প্রদত্ত সিলেবাসের আলোকে প্রতিটি পরিচ্ছেদের প্রশ্নোত্তর সাজানো হয়েছে। বহুনির্বাচনি প্রশ্নোত্তরগুলো পাঠ্যবইয়ের ব্যাকরণের বিষয়বস্তুর ধারাক্রমে এবং রচনামূলক প্রশ্নোত্তরগুলো নির্মিতির পাঠ্যসূচির আলোকে ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। বোর্ড পরীক্ষার প্রশ্ন ও উত্তর ২০২৪ সালসহ বিগত বিভিন্ন সালের বোর্ড পরীক্ষার বহুনির্বাচনি এবং রচনামূলক প্রশ্নোত্তরগুলো পরিচ্ছেদভিত্তিক দেওয়া হয়েছে। প্রশ্নোত্তরগুলোর অনুশীলন তোমাকে বোর্ড পরীক্ষার প্রশ্নোত্তর সম্পর্কে ধারণা দেবে। নির্বাচনি পরীক্ষার প্রশ্ন ও উত্তর বিগত বিভিন্ন সালের শীর্ষস্থানীয় স্কুলের নির্বাচনি পরীক্ষার বহুনির্বাচনি (ব্যাকরণ) এবং রচনামূলক (নির্মিতি) প্রশ্নপত্র বিশ্লেষণ করে বাছাইকৃত প্রশ্নগুলোর উত্তর পরিচ্ছেদভিত্তিক দেওয়া হয়েছে। এ অংশের অনুশীলন তোমার ব্যাকরণ ও নির্মিতির প্রস্তুতিকে শানিত করবে। বিষয়বস্তুভিত্তিক অনন্য প্রশ্ন ও উত্তর বোর্ড ও নির্বাচনি পরীক্ষার প্রশ্নের পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ওপর অনন্য প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। প্রশ্নগুলোর অনুশীলন তোমাকে সিলেবাসভুক্ত বিষয়বস্তুর ওপর যেকোনো প্রশ্নের উত্তর দিতে সহায়তা করবে। সুপার সাজেশন: পরীক্ষা ২০২৫ সিলেবাসের আলোকে বিভিন্ন সালের বোর্ড প্রশ্ন ও নির্বাচনি পরীক্ষার প্রশ্ন থেকে বাছাইকৃত রচনামূলক (নির্মিতি) প্রশ্নের সাজেশন দেওয়া যয়েছে। বহুনির্বাচনি (ব্যাকরণ) অংশে সাজেশন ছাড়াও রয়েছে গুরুত্বপূর্ণ তথ্যকণিকা। বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র চূড়ান্ত পরীক্ষার প্রশ্নের ধরন সম্পর্কে ধারণা দিতে এখানে দেওয়া হয়েছে সর্বশেষ অনুষ্ঠিত ২০২৪ ও ২০২৩ সালের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র। এছাড়া বিগত বিভিন্ন সালের পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তর ডাউনলোডের জন্য ইন্টারনেট লিংক অ্যাড্রেস দেওয়া হয়েছে বইটিতে। এক্সক্লুসিভ মডেল টেস্ট ২০২৫ সালের পরীক্ষার্থীদের জন্য বইয়ের বিষয়বস্তুসমূহ বিশ্লেষণ করে বোর্ড পরীক্ষার প্রশ্ন, শীর্ষস্থানীয় স্কুলের নির্বাচনি পরীক্ষার প্রশ্ন এবং বিষয়বস্তুভিত্তিক অনন্য প্রশ্নের সমন্বয়ে এক্সক্লুসিভ মডেল টেস্ট দেওয়া হয়েছে। ঘড়ি ধরে প্রতিটি মডেল টেস্ট দেওয়ার পর তুমি বহুনির্বাচনির জন্য বইয়ের শেষে প্রদত্ত ব্যাখ্যাসহ উত্তরমালা এবং রচনামূলকের জন্য উত্তর নির্দেশনা অনুযায়ী পরিচ্ছেদভিত্তিক পরীক্ষা প্রস্তুতির অংশ থেকে উত্তর মিলিয়ে নেবে।
Title
পাঞ্জেরী বাংলা দ্বিতীয় পত্র স্পেশাল সাপ্লিমেন্ট (এসএসসি ২০২৫)