“৭০০ বছরের ইংরেজি প্রেমের কবিতা" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ কেউ কবি, কেউ কবি নয় । ভালাে কিন্তু সবাই বাসে। কেউ সরবে, কেউ নীরবে । কারাে প্রকাশের ঐশ্বর্য আছে, কারাে নেই। তবু ভালােবাসার স্পর্শে অকবির কাছেও শব্দ হয়ে যায় ঝর্নার কুলুধ্বনি, বর্ণ ইন্দ্রধনু আর অস্তিত্ব পূর্ণিমাময়। আর ভালােবাসা যখন কবিদের দরজায় কড়া নাড়ে, তারা হয়ে যান চণ্ডীদাস। জিয়ােফ্রি চসার থেকে শুরু করে দীর্ঘ সাতশাে বছরের বৃটিশ কবিতায় ও মার্কিনী কবিতার নাতি দীর্ঘ ইতিহাসে অসংখ্য প্রেমের কবিতা লেখা হয়েছে। মানুষের আদিমতম এ অনুভূতি সময় ও সমাজের ক্রমজটিলতার সঙ্গে তাল রেখে কীভাবে বিবর্তিত হচ্ছে, এর তারল্য ও কাঠিন্য, গরল ও অমৃত, আসঙ্গ ও অনুসঙ্গ, প্রকার ও প্রকরণ কতাে বিচিত্র মােড় নিয়েছে তা অপার কৌতুহলের বিষয়। এ দীর্ঘকালের বিশাল কবিগােষ্ঠীর ভালােবাসার পদাবলী ধারণ করে আছে ৭০০ বছরের ইংরেজি প্রেমের কবিতা'। এখানেও ‘ই ভরা বাদর মাহ ভাদর’-এর আকুলতা, দেবাে খোঁপায় তারার ফুল’-এর স্বপ্নমেদুরতা অনুরণন তােলে। এখানেও কবিরা আশায় আশায় দিবস-রজনী বসে থাকেন। জনমে জনমে অভিসারের স্বপ্ন দেখেন। দুই মলাটের মাঝখানে অজস্র অভিমান, বিরহ ও দীর্ঘশ্বাস ধরে আছে একশাে ছাব্বিশটি প্রেমের কবিতা।
সুরেশ রঞ্জন বসাক : প্রাবন্ধিক, সাহিত্য সমালােচক ও অনুবাদক। জন্ম ১৯৫২, চট্টগ্রামে। প্রথম সারির জাতীয় পত্রিকাগুলােতে নিয়মিত সাহিত্য সমালােচনা, প্রবন্ধ ও অনুবাদকর্ম ছাড়াও বাংলা একাডেমীসহ দেশের বিশিষ্ট প্রকাশনা সংস্থাগুলাে থেকে প্রকাশিত হয়েছে তাঁর বই। দীর্ঘকাল অধ্যাপনা করেছেন দেশে ও বিদেশে। বর্তমানে মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সিলেট-এ ইংরেজি বিভাগের সহযােগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। প্রকাশিত গ্রন্থসমূহ : কালের কবিতা ও অন্যান্য প্রবন্ধ সাহিত্য : নিকট সময় দূরের দেশ শতাব্দীর সাহিত্য ৭০০ বছরের ইংরেজি প্রেমের কবিতা একশ বছরের ইংরেজি কবিতা ল্যাটিন আমেরিকার নির্বাচিত গল্প গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের গল্প একটি অপহরণ সংবাদ: গাব্রিয়েল গার্সিয়া মার্কেস কাবুলের গ্রন্থাবণিক : আসনে সিয়েরস্ট্যাড বাগদাদে একশ এক দিন : আসনে সিয়েরস্ট্যাড এশিয়ার কবিতা। The Human Hole : Moinul Ahsan Saber Towards Understanding 'An Introduction to Poetry'