বইটি বাজারের অন্যান্য বইয়ের চেয়ে কার্যকর বা অনুশীলনমূলক। ইংরেজি কঠিন শব্দের উচ্চারণসহ বাংলা অর্থ দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় ইংরেজি বাক্যের বাংলা অর্থ দেওয়া হয়েছে। সাধারণ জ্ঞান ও বাংলা প্রশ্নের ব্যাখ্যায় অপ্রাসঙ্গিক তথ্য এড়িয়ে প্রাসঙ্গিক ও পরীক্ষায় আসার মতো তথ্য দেওয়া হয়েছে। বাজারে প্রচলিত অন্যান্য বইয়ের চেয়ে সহজ-সরল ও প্রাঞ্জল ভাষায় ব্যাখ্যাসহ সমাধান ও নির্ভুল উত্তর দেওয়া হয়েছে; যাতে শিক্ষার্থীরা / পরীক্ষার্থীরা কোচিং বা শিক্ষক ছাড়া নিজে নিজেই সমাধান বুঝতে পারেন। এই বইয়ের কোনো কিছু বুঝতে সমস্যা হলে বা উত্তর নিয়ে সন্দেহ হলে পাঠকদের জন্য মোবাইল বা ইমেইল মেসেজের মাধ্যমে জানানোর সুযোগ রয়েছে। যত দ্রুত সম্ভব পাঠকদের প্রশ্নের উত্তর দেওয়া হয়। পরীক্ষায় Written Math ইংরেজিতে সমাধান করতে হয়। ইংরেজি ভীতি কমানোর জন্য প্রতিটি প্রশ্নের সহজ ও সাবলীল অনুবাদ করা হয়েছে। গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো দিয়ে বইটি সাজানো হয়েছে। প্রথমে অধ্যায় ভিত্তিক আলোচনা, তারপর বিগত বছরের প্রশ্ন এবং শেষে Practice Exercise রাখা হয়েছে। ব্যাংকের লিখিত পরীক্ষার আগে অল্প সময়ে বাছাইকৃত গুরুত্বপূর্ণ Math Practice পূর্ণাঙ্গ প্রস্তুতিতে সাহায্য করবে।