কলেজে চলে এলো রম্নদ্র। বাজারের সাথেই কলেজ। কলেজ থেকে প্রিয় সহকর্মী শুভকে নিয়ে বাজারে এলো চা খেতে। ক্লাস নেওয়ার আগে আপাতত শুভর সাথেই সময় কাটাবে রম্নদ্র। রম্নদ্র : সাম্প্রতিক সময়ে শিক্ষকদের যৌন নিপীড়ন নিয়ে যে রিপোর্ট দেখছি তা খুব পীড়া দিচ্ছে। শুভ : শুধু শিক্ষক না। সমাজের নানা সত্মরেই তো এই প্রবলেম। রম্নদ্র : হুমম। পেপার খুললেই নানা রকম নিউজের সাথেই রয়েছে ধর্ষণের নিউজ। নারী-পুরম্নষ সম্পর্কে প্রেমের ওপরে কিছু নেই। শুভ : সেই প্রেমকে গোছানো রূপ দিয়েছে বিয়ে। সেই বিয়েটাই তো করছেন না। রম্নদ্র : করব। রম্নদ্রের সহকর্মী শুভ কলামিস্ট। ছদ্মনামে বিভিন্ন পত্রিকায় লিখে থাকে। বাংলার ইতিহাস, সংস্কৃতি আর রাজনীতি নিয়ে তার ভীষণ আগ্রহ। যদিও পুরো উপমহাদেশের ইতিহাস, সংস্কৃতি, রাজনীতি নিয়ে সে লিখে থাকে। কিন্তু বাংলা তার সবচেয়ে প্রিয় টপিক। কীভাবে সংস্কৃত ভাষাকে ছাপিয়ে এই অঞ্চলে বাংলা ভাষার ডালপালা গজাল, তারপর প্রবাসীদের হাত ধরে কীভাবে বিশ্বব্যাপী এই বাংলা ছড়িয়ে গেল সেটাও মাঝে মাঝে সহকর্মী শুভর কাছ থেকে শুনে থাকে রম্নদ্র। শুভর এক ছেলে। ওর বউ শিক্ষকতা করে। রম্নদ্রর জন্য ঢাকাতে মানিকগঞ্জে উভয় এলাকাতেই শুভর মেয়ে দেখা এবং রম্নদ্রর তা প্রত্যাখ্যান করা সম্পন্ন হয়েছে। এখন এ বিষয়ে সাম্যাবস্থা বিরাজ করছে।
Nasim Sahonik নাসিম সাহিনিক মূলত বিজ্ঞান ও সাহিত্যের মেলবন্ধনের পথিক। বিজ্ঞানের মাধ্যমে প্রকৃতি, প্রাণ, মহাবিশ্ব প্রভৃতি অধ্যয়ন করে থাকেন। সাহিত্যের মাধ্যমে মানুষ, জীবন, সংস্কৃতি প্রভৃতি বোঝার চেষ্টা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে পড়াশুনা করেছেন। তিনি বেশকিছু পত্রিকা সম্পাদনা করেছেন । এগুলোর মধ্যে রয়েছে অনলাইন পত্রিকা সায়েন্সটেক, বিজ্ঞান ও বিজ্ঞান কল্পকাহিনী বিষয়ক পত্রিকা ক্রোমোজোম প্রভৃতি। তার লেখা প্রথম গ্রন্থ “মানুষের জিন মানুষের মন” পাঠক কর্তৃক সমাদৃত হয়েছে। তার লেখা প্রথম নাটক “একটা কবিতা শুনবে?” দর্শক নন্দিত হয়েছে। তার রচনা ও পরিচালনায় নির্মিত ফিকশনাল ভিডিও ‘বন্ড স্ট্রেন্থ’ সম্মানজনক পুরস্কার লাভ করেছে। এই তরুণ বয়সেই তিনি বেশকিছু ভালো গ্ৰন্থ, গান এবং টেলিভিশন নাটক রচনা করেছেন। এছাড়া গান লেখা এবং চলচ্চিত্র নির্মাণেও মনোনিবেশ করেছেন তিনি। বর্তমানে জগতে বিচরণ করছেন।