১১টি গল্প নিয়ে মনিরম্নজ্জামান বাদলের কিশোর গল্প সংকলন সাদা শাপলার হাসি। নামই বলে দেয় এ গল্প সংকলন ভিন্নরূপে উপস্থাপিত প্রকৃতির উপাখ্যান। এর প্রতিটি গল্পেই রয়েছে প্রকৃতির প্রতি নিখাদ ভালোবাসার ছবি, গভীরভাবে প্রকৃতিকে উপলব্ধির ছবি। গল্পগুলোতে ফুটে উঠেছে বাংলা মায়ের অপরিসীম সৌন্দর্য, ঋতুবৈচিত্র্য আর মানবহৃদয়ের সাথে প্রকৃতির মিলেমিশে একাকার হওয়া। প্রকৃতপক্ষে বাংলার সম্পদ বাংলার নির্মল গ্রামের সরল বর্ণনা। এখানে সাদা শাপলার হাসির সাথে একাকার শামত্ম বিলের খলসে পুঁটি, বিলের পানা আর লতাগুল্মে উড়ে বেড়ানো কালিম কোঁড়া। সবুজ ধানের ক্ষেত জুড়ে ঘুরে বেড়ানো ক্ষুদ্র প্রাণী পোকা লেডিবার্ড। বিল, জল, ডোবা, ধানক্ষেত, জংলা শুভ্র মেঘ আর নীল আকাশের নৈসর্গিক রূপ নিয়ে গড়ে ওঠা এক গ্রাম আর যুগের পর যুগ ধরে সে গ্রামে বেড়ে ওঠা একেকজন অপু, পুচুন নামের বালক আর মুক্কার মতো বছর চুক্তি রাখালেরা। মানুষ আর প্রকৃতি যেন মা আর সমত্মান নিখাদ যাদের ভালোবাসার বন্ধন। এমন করে প্রকৃতির বন্দনার পাশাপাশি জীবনের তাগিদে গ্রাম ছেড়ে বেরিয়ে আসা এক যুবকের জীবন-দর্শন, সুখ-দুঃখ, প্রেম-বিরহের কথাও প্রকাশ পেয়েছে লেখক মনিরম্নজ্জামান বাদলের ‘কলি’ নামক গল্পে। এমনি করে এগারোটি গল্প রূপকের মোড়কে পাঠককে নিয়ে যাবে মানবপ্রেম ও প্রকৃতির এক অতুলনীয় জগতে, ভালোবাসতে শেখাবে মা মাটি-মানুষকে, ভালোবাসতে শেখাবে জীবনকে, সাদা শাপলার হাসির মতোই প্রস্ফুটিত করে তুলবে হৃদয়ের শুভ্রতাকে।