বন্ধু এন আলম মনা- বাস্তব জীবনে একজন ক্ষুদে বস্ত্রশিল্প পরিচালনার দায়িত্বে নিয়োজিত অতি সাধারণ মানুষ। কর্মক্ষেত্রে অত্যন্ত ব্যস্ত একজন মানুষের ভাবনায় নীতি নৈতিকতা, বাস্তবতা, দায়িত্ব¡বোধ, সততা, মানুষের পাশে থাকা, ইহ আর পরকাল নিয়ে কত ভাবনা-ই এসেছে। বন্ধুবৎসল একজন মানুষ, তার কবিতায় বন্ধুত্ব-প্রকৃতি-স্বদেশ-স্বকাল আর সমসাময়িক অকষ্মাৎ বৈশ্বিক মহামারির অসহায়ত্বও দারুণভাবে ফুটে উঠেছে। সে তাঁর জীবনে নিজে যেমন সাধ্যানুসারে অসহায়-নিরন্ন-গরীব-দুঃখী মানুষের পাশে থাকতে চেষ্টা করেছে, সেগুলোর বাস্তব রূপায়নের চেষ্টায় আজও সমানভাবে অবিচল, তেমনি সাধারণ মানুষও সে চেষ্টায় আর সুন্দর পথচলায় নিজেকে নিয়োজিত করুক, তার লেখার ভিতর তা সরলভাবে প্রকাশ করতে চেয়েছে। আমি তার লেখাগুলো মনোযোগ দিয়ে পড়েছি, সহজ সরল ভাষায় মানুষের গুণ আর অন্তর্নিহিত গুণাবলী বাস্তবায়নের স্বপ্নকে ফুটিয়ে তুলতে তার আপ্রাণ প্রাথমিক প্রচেষ্টা, আমার বেশ ভালো লেগেছে। চলমান মানুষের ভাবনা আর তার আত্মপ্রকাশ থেকে মানুষের দায়িত্ব পালন, নীতি-নৈতিকতা ধারণ আর পালনের মাঝে যে তফাৎ সৃষ্টি হয়েছে, সৃষ্টি হয়েছে এক গভীর শূন্যতাবোধের, সে অনুভূতি থেকেই তার লেখা শুধুই শূন্যতা... সে থেকেই তাঁর লেখার সাফল্য ও ব্যক্তি মনা আলমের সার্বিক কল্যাণ করি। আশা করি, কবির লেখাগুলো সকল পাঠকের কাছে খুব ভালো লাগবে।