হযরত আবু বকর সিদ্দিক (রা.) রসুল (স.)-এর হাতে ইসলাম গ্রহণ করা সর্বপ্রথম পুরুষ। নিজে ইসলাম গ্রহণের পর এ আলো সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য তিনি ছুটে বেড়িয়েছেন রাতদিন। তাঁর দাওয়াতেই চূড়ান্ত সফলতার সন্ধান পেয়েছিলেন হযরত উসমান ইবনে আফফান, যুবাইর ইবনুল আওয়াম, সা'দ ইবনে আবী ওয়াক্কাস, উসমান ইবনে মাযউন, তালহা ইবনে উবায়দুল্লাহ, আবু উবায়দা ইবনুল জাররাহ, আবদুর রহমান ইবনে আওফ প্রমুখ সাহাবায়ে কেরাম। তিনি নিজের সহায় সম্পত্তির প্রায় সবটুকুই বিলিয়ে দিয়েছেন ইসলামের কল্যাণে। শুরু থেকেই সুখ-দুঃখ, আনন্দ-বেদনা সর্বাবস্থায় রসুলের সঙ্গে লেগে রয়েছেন ছায়ার মতো। বিপদসঙ্কুল হিজরতের সফর আর ছাওর পর্বতের নির্জন গুহায় তিনিই ছিলেন রসুল (স.)-এর একনিষ্ঠ সহচর। রসুলের ইন্তেকালের পর তিনিই নির্বাচিত হয়েছিলেন প্রথম খলিফা। নবী-রসুলদের পর তিনি ছিলেন পৃথিবীর ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। তদুপরি তিনি ছিলেন রসুল (স.)-এর প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশা (রা.)-এর সম্মানিত পিতা। এমন হাজারো গুণ ও বৈশিষ্ট্যের আধার খলিফায়ে রাশেদ হযরত আবু বকর সিদ্দিক (রা.)। তাঁর জীবনের পরতে পরতে লুকিয়ে আছে অনুসরণযোগ্য অসংখ্য আদর্শ ও দৃষ্টান্ত, যেগুলো অনুসরণ করে একজন মানুষ উঠে আসতে পারে মুক্তির রাজপথে।