আল্লামা মুহাম্মদ সুবহী ইবনু হাসান হাল্লাক –রহিমাহুল্লাহ- রচিত কিতাব “আল-লুবাব ফি ফিকহিস সুন্নাতি ওয়াল-কিতাব”। যার সংক্ষিপ্ত নাম (মুখতাসার ফিকহুস সুন্নাহ)। এটি কুরআন ও সুন্নাহর দলীল ভিত্তিক সংক্ষিপ্ত পূর্ণাঙ্গ ফিকহ। এই কিতাবের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, বইটি সংক্ষিপ্ত হলেও ইসলামী শরীয়াতের প্রায় সকল অধ্যায় এবং সমসাময়িক অসংখ্য মাসআলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সমাপ্ত হয়েছে ১৯টি অধ্যায়ে। খুব সহজ সরল ভাষায় উপস্থাপন করা হয়েছে বইটি। যে কেউ দলীলের অনুগত হলে নির্দিষ্ট কোনো মাযহাবের তাকলীদ ছাড়াই ছোট-বড় সকলেই অনুধাবনের সক্ষমতা রাখেন। লেখক দলীল ভিত্তিক প্রাধান্যতম মতকে বেছে নিয়েছেন। ইজমা তথা উম্মতের প্রতিষ্ঠিত মতকে মূল্যায়নসহ বিশুদ্ধ কিয়াস গ্রহণ করেছেন। যাদ্বারা প্রতীয়মান হয়, সালাফী সম্প্রদায় ইজমা ও কিয়াসকেও যথাযথ মূল্যায়ন করেন। ইমাম ইবনু তাইমিয়া (র.) বলেন, “কিয়াস শব্দটি সারসংক্ষেপ বিশিষ্ট শব্দ। এতে হক ও বাতিল উভয়টি অন্তর্ভুক্ত। তবে বিশুদ্ধ কিয়াসের ব্যাপারে শরীয়াত বর্ণনা করেছে”। ইমাম ইবনুল কাইয়্যিম (র.) বলেন, “কিয়াস গ্রহণের ব্যাপারে সাহাবায় কেরাম একমত ছিলেন। আর এটি শরীয়াতের একটি উৎস। এটি ফিকহবিশারদের জন্য অপরিহার্য”।