'ভাষা শুদ্ধ রূপে লিখতে, পড়তে ও বলতে হলে' যেমন বর্ণ, ধ্বনি, শব্দ, পদ, বাক্য, ছন্দ ও অলঙ্কার প্রকরণ তথা ব্যাকরণ জানা দরকার, তেমনি সত্যিকার জনকল্যাণমূলক রাজনীতি করতে হলেও কতগুলো মৌলিক বিষয়- যেমন ব্যক্তি, রাষ্ট্র, সরকার, সমাজ ও সভ্যতা এবং তাদের কার কি ভূমিকা ও সম্পর্ক ইত্যাদি সম্মন্ধে জানা আবশ্যক। এইলক্ষ্য সামনে রেখে প্রফেসর হ্যারল্ড যোসেফ লাস্কির 'এ্যা গ্রামার অব পলিটিক্স' অবলম্বনে রাজনীতির ব্যাকরণ সম্পর্কীয় বিষয়গুলো সংক্ষেপে প্রথম ভাগে আলোচনা করা হয়েছে। উল্লেখ্য যে, লাস্কির গ্রন্থের প্রথম ভাগ, প্রথম অধ্যায় পৃষ্ঠা ১৫-৩৫ বাংলায় ভাষান্তর করে এখানে সন্নিবেশিত করা হয়েছে। এ জন্য আমি গ্রন্থকার ও প্রকাশকের কাছে ঋণী। এ বিষয়গুলো আমাদের দেশের রাজনৈতিক কর্মীদের জানা জরুরি মনে করে আমি এ কাজটি করেছি। অর্ধশত বছরের বেশি বয়সী বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থান কোথায় তার পরিমাপণ এবং যেতে হবে কতদূর তার একটি দিক-দর্শন খুঁজে দেখা/পাওয়া খুব দরকার। যেন আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম বুঝে-শুনে দেশের জনসেবামুখী রাজনৈতিক কর্মী হতে পারে। সমাজ ও সভ্যতা পরিবর্তনশীল। তার সঙ্গে খাপ-খাওয়ার উপযোগী ব্যবস্থা সময়মতো না নেয়া হলে দেশ পিছিয়ে পড়ে কিংবা বারবার হোঁচট খেতে খেতে এক সময় মুখ থুবড়ে পড়ে। তাই, আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনায়কদের রাজনৈতিক সংগঠনের তত্ত্বগত ভিত্তি, বাস্তব সমস্যা ও তার সমাধানের উপায় সম্যকভাবে জানা দরকার। আমার দৃঢ় বিশ্বাস 'রাজনীতির ব্যাকরণ' শীর্ষক এই সংকলনটি কাজে লাগবে। বাংলা ভাষাভাষি পাঠকদের, বিশেষ করে শিক্ষার্থী ও রাজনৈতিক কর্মীদের কাছে লেখাটি সহজবোধ্য ও গ্রহণযোগ্য হবে, এই আশা পোষণ করি। আরো সহজবোধ্য করার কৌশল সম্পর্কে মতামত পেলে কৃতজ্ঞ থাকবো। স্বরূপ হাসান শাহীনসহ যারা সংকলনটি প্রকাশে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা রইল!