ইতিহাসের নির্দেশিত পথে না হেঁটে যে সব মানুষ নিজেরাই ইতিহাস সৃষ্টি করে পৃথিবীতে অমর হয়ে রয়েছেন, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁদের অন্যতম । তাঁর জন্যই আমরা পেয়েছি স্বাধীন স্বদেশ। তাঁর জন্যই আমরা পেয়েছি লাল-সবুজের গৌরববোজ্জ্বল পতাকা। তাই আমাদের জাতীয় জীবনে আমাদের শিল্প-সাহিত্যে, আমাদের সৃজন কর্মকাণ্ডে বারবার ঘুরে ফিরে আসে সেই মহামানবের নাম। কারণ তিনি আছেন আমাদের অস্তিত্বে, তিনি আছেন আমাদের চেতনায়- তিনি আমাদের প্রেরণার উৎস। বাঙালি কবিরা তাঁকে নিবেদন করে প্রচুর সমৃদ্ধ কবিতা রচনা করে গেছেন। জাতির পিতার জন্মশতবর্ষে সেইসব কবিতার সাত ভাষার প্রকাশনা নিয়ে তাঁর প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য ‘বাঙালির অপর নাম শেখ মুজিবুর রহমান' । Bangabandhu Sheikh Mujibur Rahman is one of the Personalities who instead of treading the path of history have created new history. It is Him who dreamt of an independent coun- try for us. It is him who sacrificed his life for the glorious flag of red and green. As his presence is so strong in our life, art, literature and creative works that the name of this great man comes again and again. As he is in our very existence, in our spirit. He would always remain as the means of our inspiration. Bangalee poets have composed profuse poems on his life and works. On the Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman. It is our tribute to him though this seven language publication The other name of Sheikh Mujibur Rahman Bangalee in poetry'.