রবীন্দ্রনাথের সৃষ্টির বিপুল ভাণ্ডারে মানুষের জীবনের সবকিছুরই প্রকাশ আছে, যা শুধু পাঠককে মুগ্ধই করে না, একই সাথে আলোড়িত এবং অনুপ্রাণিত করে। সেই আলোড়ন থেকেই অনুপ্রাণিত হয়ে মনিরুস সালেহীন রবীন্দ্রনাথের বিশাল রচনাসম্ভার থেকে তাঁর উল্লেখযোগ্য তত্ত্ব বা উপদেশমূলক বাণীগুলো তুলে আনার প্রয়াস পেয়েছেন এই সংকলনে । রবীন্দ্রবাণীর সংকলন দুর্লভ নয়। তবে এ সংকলনের বিশেষ বৈশিষ্ট্য হলো—রবীন্দ্রনাথ তাঁর রচনায় যেসব তত্ত্ব বা উপদেশ দিয়েছেন তা থেকে এ বইয়ে পাঠক এমন ধরনের কিছু তত্ত্বের সাক্ষাৎ পাবেন, যা সম্ভবত এর আগে কোনো সংকলনে প্রকাশিত হয়নি। এই সংকলনে রবীন্দ্র উক্তি ও উদ্ধৃতিসমূহকে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে আছে কৈশোর, যৌবন, সমাজ, সংসার, জীবনবোধ, নারী-পুরুষ, স্বামী-স্ত্রী, দাম্পত্য সম্পর্ক, মানবিক সম্পর্ক, কল্পনা, বাস্তবতা ইত্যাদি বিষয়ে রবীন্দ্রনাথ-উক্তির সংকলন। আর দ্বিতীয় ভাগে আছে তাঁর অন্যান্য রচনা থেকে বিভিন্ন বিষয়ে বলা উক্তিসমূহের মধ্য থেকে নির্বাচিত, বিশেষ করে, কিশোর পাঠকদের উপযোগী উক্তিসমূহ । দ্বিতীয় ভাগের উদ্ধৃতিগুলোকে আটটি প্রধান ভাগে ভাগ করে একেকটি ভাগকে কয়েকটি করে উপভাগে বিভক্ত করে সেগুলোর আলাদা নাম দেওয়া হয়েছে। গ্রন্থের শেষে সমস্ত নামের বিষয়ানুগ বর্ণক্রমিক তালিকা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এ থেকে পাঠক বিষয়বৈচিত্র্য সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পাবেন বলে মনে করি মুক্তচিন্তার জীবনবোধ তৈরিতে এই রবিরশ্মি আমাদের তরুণ পাঠকদের অনুপ্রাণিত করবে, আলোকিত জীবন গড়ায় বিশেষভাবে পথ দেখাবে। রবীন্দ্র ভাণ্ডার থেকে কুড়ানো এই মণিমুক্তা নতুন পাঠকদের উদ্বুদ্ধ করবে রবীন্দ্রসরোবরে অবগাহন করে নিজের খুশিমতো সেই মণিমুক্তার সন্ধান করতে।