ফ্ল্যাপ চলচ্চিত্রকে বলা যায় বিংশ শতাব্দীর শিল্প-মাধ্যম। এটি আত্মপ্রকাশের সবচেয়ে আধুনিক, কনিষ্ঠতম ও বর্তমানে সবচেয়ে ব্যাপক মাধ্যম-সমাজ, সংস্কৃতি ও সভ্যতার অন্যতম অঙ্গ। সংগীতের ছন্দ, চিত্রকলার দৃশ্যতা, আলোকচিত্রের বাস্তবতা, স্থাপত্যের গঠন,উপন্যাসের বর্ণনা, নাটকের অভিনয়, নৃত্যের গতি-সমস্ত নিয়েই চলচ্চিত্র। মৌলিক মাধ্যম নয় বলে অন্যসব মাধ্যম থেকে অকৃপভাবে আত্মসাৎ করে তবে ও সুবিধা যেমন এসে চলচ্চিত্র যুক্ত হয়েছে, তেমনি প্রতিটি মাধ্যমের দোষ ও অসুবিধাও।
সূচিপত্র ঢাকাইয়া ছবির রাজনৈতিক পটভূমি সাহিত্যের ঘরে চলচ্চিত্র চলচ্চিত্রে রবীন্দ্রসাহিত্য চলচ্চিত্র ও সংগীতের আন্তঃসম্পর্ক স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র: বিকল্পধারার সন্ধানে ওয়ের্স্টার্ন ছবি : শুধুই কি পিস্তল এবং ঘোড়ার হ্রেষ্বা? ভিয়েতনাম মুক্তিযুদ্ধ এবং প্রামাণ্যচিত্র সত্যজিতের ‘রবীন্দ্রনাথ’ সত্যজিৎ রায়: বৈশাখের কাছে আমাদের অনেক ঋণ ঋত্বিক : এক স্বপ্নবাজের প্রতিচ্ছবি আলমগীর কবির : নদীর জন্যে ভালোবাসা উদয়শঙ্কর : ‘কল্পনা’র স্রষ্টা সের্গেই আইজেনস্টাইন : শতবর্ষের শ্রদ্ধাঞ্জলি দাদাসাহেব ফালকে : কাহিনীচিত্রের জনক মোমেন্ট অব ইনোসেন্স: মোহসেন মখমলবাফের আত্ম-অন্বেষণ