বিশ্বব্যাপী পুঁজিবাদী, বস্তুবাদী ও যুক্তিবাদী জীবনব্যবস্থা শুরু হওয়ার পর থেকে মানবজাতি প্রতিনিয়ত কর্পোরেট জোম্বিতে পরিণত হচ্ছে৷ শুধুমাত্র বস্তুগত চিন্তা মানুষকে তার জীবনের বৃহত্তর উদ্দেশ্য থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে গেছে৷ ক্যারিয়ারের চিন্তা মহান রবের হুকুম থেকে নিয়ে গেছে যোজন যোজন দূরে৷ এই জাতি সিস্টেমের ফাঁদে পড়ে প্রতিনিয়ত নাস্তিক্যবাদী সভ্যতায় এগিয়ে যাচ্ছে৷ আপনি হয়তো শরিয়ার কাছাকাছি আছেন; কিন্তু এভাবে চলতে থাকলে আপনার পরের প্রজন্ম, বড়জোর দুই প্রজন্ম পরে এ জাতির মাঝ থেকে দ্বীন নিশ্চিহ্ন হয়ে যাবে৷ আপনার কি এটা দেখে ভালো লাগবে যে, আপনার কোনো আত্মীয়, বন্ধুবান্ধব কিংবা কাছের কেউ ময়দানে হাশরে এই জাহিলি সমাজব্যবস্থায় থাকার দরুন জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে? বা কেউ আপনার বিরুদ্ধে নালিশ করে মহান রব্বুল আলামিনের কাছে বলছে, এই ব্যক্তি দ্বীনের ব্যাপারে আমাদের থেকে ভালো জানত; কিন্তু আমাদের কখনো দ্বীনের দাওয়াত দেয়নি। তখন কি আপনার ভালো লাগবে? আশা করি লাগবে না৷ লাগা উচিত নয়। একবার কল্পনা করুন, ময়দানে হাশরে রাসুলুল্লাহ সা. আপনাকে জিজ্ঞেস করে বললেন, ‘আমার উম্মত হিসেবে আল্লাহর দ্বীনের জন্য কী করেছ?’ তখন কী জবাব দেবেন, ভেবে রেখেছেন?