অনু, ছোট ও বড়-এটি আমার তৃতীয় গল্প-সঙ্কলন। এতে মোট গল্প আছে ২০টি। এর মধ্যে ৯টি অনুগল্প; ৫টি ছোটগল্প ও ৬টি বড় গল্প। এর আগের বই দুটোর নাম-কমল রাক্ষসের উপাখ্যান (১৯৯৯) ও স্বল্প-গল্প (২০০৫)। অনেক সময়ের ব্যবধানে আজ তৃতীয় সঙ্কলনটি বের হলো। এর গল্পগুলো লিখেছিলাম ২০০৫ ও ২০১৭ সালের মধ্যে। এর কয়েকটি ঢাকার কালি ও কলম, দৈনিক সংবাদ, দৈনিক যুগান্তর, দৈনিক জনকণ্ঠ ও শব্দঘর পত্রিকায় প্রকাশিত হয়। অন্যগুলো অপ্রকাশিত। আমার সাহিত্যযাত্রার বড় শুরু হয়েছিলো সেই গত ৬ষ্ঠ দশকে ছোটগল্প দিয়ে। সুদীর্ঘ এ সময়ে যদিও প্রচুর গল্প লেখা হয়ে ওঠে নি। এর কারণ হয়তো এই যে, পাঁচ দশকের বেশি কাল ধরে আমি স্বদেশছাড়া-বিলেতবাসী। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে বাংলা সাহিত্যে ছোটগল্পের মনোরম যে ঐতিহ্য বয়ে চলেছে, এর আকর্ষণ আমাকে একেবারে ছেড়ে যায় নি। বর্তমান সঙ্কলনে অনুগল্প, ছোটগল্প ও বড়গল্পের বৈচিত্র্য তো আছেই, গল্পগুলোতে চরিত্রের উত্থান-পতন ও ঘটনার মোচড় এবং মোড় পরিবর্তন তো রয়েছেই। এগুলোতে প্রতিফলিত হয়েছে বাংলাদেশের প্রকৃতি ও মানুষের জীবন। মুক্তিযুদ্ধ যার নিহিত অঙ্গ। আশা করি, এ সঙ্কলনের গল্পগুলো পাঠকের মনোরঞ্জন করতে পারবে। শুনেছি, বাংলাদেশে ছোটগল্পের বাজারে এক সঙ্কট চলছে। প্রকাশকরা নাকি ছোটগল্পের বই ছাপতে চান না। এর সঠিক কারণ আমি জানি না। আশা করি, এ সঙ্কট অচীরে কেটে যাবে। সৃজনশীল সাহিত্যের পাঠক, প্রকাশক ও লেখক স্বস্তি ফিরে পাবেন।