আধুনিক যুগে অনেক মুসলিম নারীরা শুধু তাদের কার্যকরণেই না বরং আত্মপরিচয়ের ক্ষেত্রেও প্রতিনিয়ত একধরণের দ্বৈত এবং কখনো কখনো স্ববিরোধী দর্শন এবং দৃষ্টিভঙ্গির শিকার হয়। এখানে একদিকে রয়েছে তথাকথিত মৌলবাদী বা পুরুষতান্ত্রিক আধিপত্য যেখানে মুসলিম নারীরা ব্যক্তি এবং সামাজিক জীবনে লিঙ্গভিত্তিক বৈষম্যের সংকীর্ণতার শিকার হয়। অন্যদিকে নারীরা খোলামেলা তথাকথিত "উদারপন্থী" নারীবাদী সংস্কৃতির বশীভূত হচ্ছে যা নারীদের মূলত একধরনের নিপীড়িত ভোগ্য পণ্যের নব্য ঔপনিবেশিক ধারায় তথাকথিত মুক্তির আহবান জানায়। অথচ ইসলামের বিধান অনুযায়ী নারী ও পুরুষের স্বকীয় এবং সম্পূরক অবস্থানের ভিত্তেতেই গড়ে ওঠে একটি পরিবার তথা একটি সমাজ। এখানে কে ছোট, বা কে বড় তা মুখ্য নয়। বরং তাদের শারীরিক এবং মনস্তাত্বিক সামর্থ্যরে বিচারে তাদের জন্য রয়েছে সুনির্দিষ্ট নির্দেশনা। এই নির্দেশনার আলোকে মনে হতে পারে, কোথাও পুরুষকে অগ্রাধিকার দেয়া হয়েছে আবার কোথাও নারীদের উপর অবিচার বা বৈষম্যমূলক নীতি চাপিয়ে দেয়া হয়েছে। এই বইটিতে ওসব তথাকথিত অগ্রাধিকার এবং অবিচার বা বৈষম্যমূলক বিষয়গুলি আমার বিবেচনায় “কিছুটা” বিজ্ঞানভিত্তিক এবং যুক্তির নিরিখে সামাজিক অনুসন্ধানীমূলক আলোচনা করা হয়েছে।
তারিক মল্লিকের জন্ম বরিশালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (১৯৯৩) এবং স্নাতকোত্তর (১৯৯৫) শেষ করে ১৯৯৬ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন । এরপর বেলজিয়ামের কে.ইউ. লুভেন [KU Leuven] বিশ্ববিদ্যালয় থেকে প্রাণরসায়নে স্নাতকোত্তর (১৯৯৮) এবং পিএইচডি (২০০১) শেষ করে পুনরায় খুলনা বিশ্ববিদ্যালয় কাজে যোগদান করেন। প্রায় দূ'বছর খুলনা বিশ্ববিদ্যালয়ে কাজ করার পর ইষ্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ফার্মাসি ডিপার্টমেন্ট প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান হিসেবে কাজ করেন। পরবর্তীতে জাপানের ফুকুই বিশ্ববিদ্যালয়ে [Fukui University] পোস্টডক্টরাল রিসার্চ শেষ করে ২০০৫ সালে আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় মালয়েশিয়াতে [International Islamic University Malaysia] যোগদান করেন। বর্তমানে মালয়েশিয়াতে মালায়া বিশ্ববিদ্যালয়ে [University of Malaya] অধ্যাপক হিসেবে কৰ্মৰত আছেন। বিজ্ঞান ভিত্তিক পেশাগত প্রকাশনার জগতেই মূলত তার বিচরণ। নিয়মিত বিজ্ঞান ভিত্তিক সাময়িকীতে প্রকাশনার বাইরেও ইংরেজি ভাষায় তার রচিত বই হচ্ছে: Healthy Living in Islam: A psotmodern Perspective [ISBN: 978-99917-87-09-01] এবং আত্মজীবনী মূলক বই - I am a Racist Are you Not [ISBN: 978-967-17624-0-0] । পেশাগত প্রকাশনার জগতে তারিক মল্লিকের নাম মোহাম্মদ তারিকুর রহমান। ২০২২ সালে একই সঙ্গে তিনটি কাব্য গ্রন্থ: (১) স্বপ্নের ফেরিওয়ালা, (২) কোথা সে মুসলমান, এবং (৩) আলোর পথে প্ৰকাশের মধ্যে দিয়ে বাংলা সাহিত্যের ভুবনে তারিক মল্লিকের আকস্মিক আত্মপ্রকাশ।