একটা পরিবার হলো দ্বীন প্রতিষ্ঠার প্রথম স্তম্ভ। কিন্তু “আধুনিক সভ্যতা” আর সোশ্যাল মিডিয়ার আগ্রাসনের ফলে এই স্তম্ভ আজ ধ্বংসের মুখে। মূল শেকড়ে চিড় ধরে গেছে। আর শেকড়বিহীন বৃক্ষ কি কল্পনা করা যায়? তথাকথিত আধুনিকতা বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে বাড়ছে বিবাহ বিচ্ছেদ। জেঁকে বসছে অশান্তি আর পারিবারিক অস্থিতিশীলতা। আর এগুলোর একটা মূলে রয়েছে দ্বীনবিমুখতা। পরিবারে এখন আর দ্বীন ও দাওয়াতের চর্চা হয় না। এদিকে আল্লাহ তাআলা স্বামী-স্ত্রীকে পরস্পরের চক্ষুশীতলকারী হিসেবে তৈরি করেছেন। সন্তানকে করেছেন তাদের আগামীদিনের মশাল। সেই মশালকে আজ কারা যেন জন্মনিয়ন্ত্রণের কালো ফুঁৎকারে নিভিয়ে দিতে চায়। নিয়ন্ত্রণেরও সঠিক পন্থা রয়েছে। অথচ বিষয়গুলো নিয়ে ধর্মীয় এবং বিজ্ঞান সম্মতভাবে লিখা বইয়ের সংখ্যা নিতান্তই কম। এই বইটাতে তাই না বলা কথাগুলোকে বিজ্ঞান ও দ্বীনের আলোকে বলার চেষ্টা করা হয়েছে। এর মাধ্যমে যদি একটি পরিবারও সাহাবীওয়ালা সুখ পরশ পায় কিংবা রাসূলের(সা) মনোনীত আদর্শ পরিবারের অনুরূপ হয়ে যায়, তবেই এই বার্তাগুলো সফল হয়েছে বলে ধরে অবশেষে বহুল প্রতীক্ষার পর”ফ্যামিলি ম্যানেজমেন্ট ও জন্মনিয়ন্ত্রণ”বইটি ছাপা হলো। যারা নতুন বিয়ে করতে যাচ্ছেন, কিংবা যারা অলরেডি বিয়ে করেছেন সেই সমস্ত ইয়ং জেনারেশন ভাই-বোনদের জন্য বইটি একটি যুগোপযোগী গাইড লাইন হবে ইনশাআল্লাহ ।
ইঞ্জিনিয়ার খন্দকার মারছুছ বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করেছেন রুয়েটের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট থেকে। এরপর আইটিতে এম.এস.সি ডিগ্রী অর্জন করেছেন এমআইটি ডিপার্টমেন্ট থেকে। এমবিএ করেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বিজনেস ম্যানেজমেন্ট, ভারত থেকে। বর্তমানে রিলায়েন্স হাই টেক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বরত আছেন। আইবি-এর সদস্য হিসেবে আছেন- ২০১৩ সাল থেকে : মেম্বারশিপ নং: MIEB-M/37140 তিনি আইইই-এর সদস্য; মেম্বারশিপ নং: IEEE-90613053 এছাড়াও তিনি ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারস এসোসিয়েশন-এর মেম্বার সদস্য। মেম্বারশিপ নং: IAENG-169937 এছাড়া তিনি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নিম্নলিখিত ডিগ্রীসমূহ অর্জন করেছেন- পিএলসি প্রশিক্ষণ, এইচএমআই অ্যাডভান্সড কোর্স- এনএফআই অটোমেশন নয়াদিল্লি, ভারত থেকে। স্কাডা এবং ডিসিএস অ্যাডভান্সড কোর্স- আইটি ও অটোমেশন অ্যাকাডেমি, পাকিস্তান। সিএনসি প্রশিক্ষণ, ন্যাশনাল অটোমেশন, পাটনা, ভারত। মাইক্রোকন্ট্রোলার, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ । নিওমেটিক এবং হাইড্রোলিক সিস্টেম, Festo. আরডুইনো, এনএফআই অটোমেশন, নয়া দিল্লি, ইন্ডিয়া। এবিবি ডিসিএস, অইই। সিস্কো সার্টিফাইড নেটওয়ার্ক এসোসিয়েটস, CISCO। মাইক্রোটিক সার্টিফাইড নেটওয়ার্ক সহযোগী (এমটিসিএনএ), বিজয় অনলাইন। ব্রডব্যান্ড কমিউনিকেশন ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ, Windmill. অভিজ্ঞতা: সিনিয়র অটোমেশন ইঞ্জিনিয়ার, হাই টেক বাংলা (বাংলাদেশ) লিমিটেড(মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানী) । অটোমেশন প্রশিক্ষক, আইইবি (ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ), রাজশাহী। চীফ টেকনিক্যাল অফিসার, ওয়েব ডেভেলপার ফেজর আইটি লিমিটেড, ঢাকা। এছাড়া তিনি মাদ্রাসা বিভাগে পড়াশোনা করেন- নৈশ বিভাগ, দারুর রাশাদ মাদ্রাসা, মিরপুর-১২। এছাড়া তিনি কিছু অফলাইন মাদ্রাসা ও একটি অনলাইন মাদ্রাসার (Islamic Online Madrasah) খেদমতে আছেন।