শুরুতেই সেই মহান রবের প্রশংসা করছি, যিনি ছাড়া সত্য কোনো মা'বুদ নেই। নয় । (আল হামদু লিল্লা-হ)। অতঃপর দুরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব ও সর্বশেষ নাবী “মুহাম্মাদ” এর উপর । অতঃপর কথা এই যে, যিকির নিয়ে যখন আমি সাধ্যমত অধ্যায়ন করলাম তখন অনুভব করলাম যে, এই যিকির আমাদের জীবনে একটি সহজ ইবাদত। এর মাধ্যমে আমরা অল্প আমল করে অনেক বেশি নেকি অর্জন করতে পারি। কিন্তু এই যিকিরের গুরুত্ব ও ফযিলত সম্পর্কে জ্ঞান না থাকার কারণে অধিকাংশ মানুষ যিকির করার ব্যাপারে গাফেল হয়ে থাকেন। তাই যিকিরের গুরুত্ব ও ফযিলত সম্পর্কে একটি বই লেখা খুবই জরুরী মনে করলাম। আমি আশা করি এই বইটির মধ্যে যিকিরের ফযিলত সম্পর্কে যেসব হাদীস উল্লেখ করেছি তা যদি কেউ গুরুত্ব দিয়ে পড়ে এবং মনে রাখে তাহলে সে অবশ্যই প্রতিদিন অল্প হলেও যিকির করার চেষ্টা করবে (ইনশাআল্লাহ)। সবশেষে আল্লাহ'র কাছে আমার শ্রদ্ধেয় বাবা-মার জন্য প্রার্থনা: রব্বিরহামহুমা কামা রাব্বা ইয়া-নী ছগী-রা। সেই সাথে প্রার্থনা করি, হে আমার রব! তুমি এই বইটিকে আমার, আমার বাবা-মা, স্ত্রী ও ছেলে-মেয়ের পক্ষ থেকে সাদাকায়ে জারিয়াহ হিসাবে পরকালে জাহান্নাম হতে মুক্তি পাওয়ার উপায় এবং জান্নাতে যাওয়ার মাধ্যম হিসাবে কবুল করে নাও। (আমীন) তিনটি জরুরী কথা: ১। এই বইয়ের হাদীসগুলো শাইখ আল্লামা নাসিরুদ্দীন আলবানী - এর তাহক্বীক করা হাদীস গ্রন্থ থেকে সংগ্রহ করা হয়েছে। ২। এই বইয়ে যেসব আরবি শব্দের উচ্চারণ লিখতে গিয়ে হাইফেন (-) প্রতীক ব্যবহার করা হয়েছে সেই প্রতীকটি যে অক্ষরের পরে ব্যবহার করা হয়েছে সেই অক্ষরটি টেনে উচ্চারণ করতে হবে। ৩। প্রিয় পাঠক তাই! এই বইয়ে যদি কোনো ভুল খুঁজে পান তাহলে অনুগ্রহ করে দলীলসহ আমাকে জানাবেন। “ইনশাআল্লাহ" পরবর্তীতে তা সংশোধন করা হবে।