এডুসেন্ট্রিক প্রকাশনীর বই কেন কিনবেন? এডুসেন্ট্রিক প্রকাশন থেকে প্রকাশিত বইয়ের বিশেষত্ব হচ্ছে- বুদ্ধির নতুন বিন্যাস, দর্শনের তীক্ষ্ম সংবেদন, কবিতার উত্তর ঔপনিবেশিক বেদনাকে ধারণ করে নতুন কবিতার অবভাস তৈরি, বাংলাদেশের গবেষণাকে নতুন আলোয় দেখা, চিন্তা ও সৃষ্টিশীলতার সমন্বয়, চিত্রকলার স্থবিরতা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের চিত্রকলাকে নতুন আলোয় উদ্ভাসিত করা। বাংলাদেশের চলচ্চিত্রকে একটি গভীর অনুধ্যানে পৌঁছানোর জন্য নতুন নতুন টেক্সট, স্ক্রিপট নিয়ে গবেষণা, বাংলাদেশের সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য আমাদের নিবেদন মহৎচিন্তার সংশ্লেষণ। মনকে বিকশিত করা। নিজের ভেতর একটি রাজনৈতিক দর্শন তৈরি করে দেওয়ার মাধ্যমে একটি ন্যায় ও ইনসাফের দেশ প্রতিষ্ঠা। পুঁজিবাদী সময়ের সমস্ত বেদনাকে উপড়ে ফেলে মনের ভুবনে উন্নত হৃদয়ের প্রলেপ দেওয়া। অবরোহণ থেকে আরোহণের স্বপ্নকে মহাজাগতিকভাবে প্রতিষ্ঠা করা। শশীভূষণের ‘কানামাছি ভৌ ভৌ’ কেন সংগ্রহ করবেন? ছড়ার বই মানেই শিশুতোষ, ঘুমপাড়ানি বা মনজাগানো শ্লোক, পঙ্ক্তি, ছন্দোবদ্ধ, দোলাময় মলাট, আনন্দ, প্রতিবাদ, বিপ্লব। একটু আদুরে, আবার কাঠিন্যেও ক্ষাণিক ছুঁয়ে যায়। বাংলাদেশের ছড়ার রাজা সুকুমার বড়ুয়ার ছড়াগুলো আমাদের সেই শিক্ষা, আনন্দ, মনোজাগরণে উদ্বুদ্ধ করে। শশীভূষণের ছড়ার বই, ‘কানামাছি ভো ভো’ একটি অসাধারণ, অনন্য ছড়াগ্রন্থ। এটি পড়লে সমাজ চেতনা, সামাজিক আনন্দ, রাষ্ট্রীয় চেতনা, কর্পোরেট ও বাজার দুর্নীতি, পারিবারিক মূল্যবোধ ও আনন্দ, সৌন্দর্য চেতনা পাঠক উপলব্ধি করতে পারবেন। একটি পারফেক্ট ছড়ার বই বলতে যা বুঝায় এটি তেমন। সরল, সুন্দর, আদুরে, কান মলে দেয়, নাক টেনে দেওয়া, আবার মাথায় হাতও বুলিয়ে দিয়ে স্বপ্ন নির্মাণ করার যে আবেশ সব এই ছড়াগ্রন্থে সন্নিবেশিত হয়েছে। প্রতি বছর বাংলাদেশে প্রচুর ছড়ার বই বের হয়, কিন্তু নতুন ছড়া নির্মাণ বা সময়ের সঙ্গে সঙ্গতি রেখে, দাঢ্য, গভীর, লোক ও নগর জীবনকে ছুঁয়ে যায় এমন ছড়ার দীর্ঘদিন ধরে আকাল যাচ্ছে। ‘কানামাছি ভো ভো’ ছড়াগ্রন্থটি বাংলাদেশের ছড়ার বাজারে সেই আকাল দূর করবে বলে এডুসেন্ট্রিক আশা করি। ছড়াকার শশীভূষণ দীর্ঘদিন ধরে তার নিবিষ্ট মনে বুনে যাচ্ছে শব্দের বুনন, সৃষ্টি, নির্মাণ, বিনির্মাণ, প্রলেপ, তার ছড়ার শৈলি অনেক নান্দনিক, লৌকিক, নাগরিক প্রত্যয়ে ভরা। পরিবেশেনাও গঠনমূলক ‘কানামাছি ভো ভো’ ছোটদের জন্য বিকল্পহীন একটি বই। এডুসেন্ট্রিক প্রকাশন বাছাই করে শিশুদের বই নিয়ে কাজ করবে, এটি তার একটি অগ্রযাত্রামূলক কাজ। তাই বলবো- শশীভূষণের ছড়ার বই ফুরিয়ে যাওয়ার আগেই আপনার সন্তানকে সংগ্রহ করে দিন। এডুসেন্ট্রিকের বই মানে জ্ঞান ও অজ্ঞানে ডুব দেওয়া। স্বপ্ন ও বাস্তবতার একটি নান্দনিক ঐশ্বর্য নির্মাণ। তাই এডুসেন্ট্রিকের বই কিনুন, সংগ্রহ করুন, পড়ুন। একটি জ্ঞানভিত্তিক জাতি নির্মাণে আমাদের সহযোগিতা করুন। ছেলেমেয়েদের খেলনার সঙ্গে বইকেও সঙ্গে রাখুন।