বন্ধুরা, তোমরা নিশ্চয় কাবাঘর চেনো। কাবাঘর হলো আল্লাহর ঘর। প্রতি বছর মুসলমানরা সেখানে হজ—উমরা করতে যান। তোমাদের দাদু—নানু বা অন্য কেউ নিশ্চয় গিয়েছেন। তারা সেখান থেকে তোমার জন্য যমযম পানি এনেছেন। তাদের কাছে মক্কার কত গল্প তুমি শুনেছ। আচ্ছা, তুমি কি জানো, কাবাঘর প্রথম কে বানিয়েছিলেন? কীভাবে যমযম কূপ সৃষ্টি হয়েছিল? কীভাবে হজ শুরু হলো? প্রতি বছর ঈদুল আজহায় আমরা কুরবানি করি। তুমি কি জানো, কীভাবে এই কুরবানির বিধান এসেছে? কেন আল্লাহ আমাদেরকে প্রতি বছর কুরবানি দিতে বলেছেন? এসবের পেছনে আছে মহান একজন নবির গল্প। তিনি হযরত ইবরাহিম আলাইহিস সালাম। তিনি ছিলেন আল্লাহর প্রিয় একজন নবি। শুধু তাই নয়, তিনি ছিলেন আল্লাহর একজন বন্ধুও। আল্লাহ তাঁকে অনেক কঠিন পরীক্ষা করেছিলেন। আর তিনি সেসব পরীক্ষায় খুব ভালোভাবে পাশ করেছিলেন। মহান আল্লাহর জন্য তিনি নিজেকে সমর্পণ করেছিলেন। এজন্য আল্লাহও তাঁকে অনেক অনেক পুরষ্কার দিয়েছিলেন। নবি সিরিজের তৃতীয় বইতে আমরা তোমাদের আল্লাহর প্রিয় বন্ধু হযরত ইবরাহিম আলাইহিস সালামের গল্প বলেছি। এছাড়া তাঁর দুই ছেলে হযরত ইসমাইল আলাইহিস সালাম এবং হযরত ইসহাক আলাইহিস সালামের কথাও জানতে পারবে এই বই থেকে। তোমরা বইটি খুব মন দিয়ে পড়বে। বইয়ের গল্পগুলো বন্ধুদের শোনাবে। সবচেয়ে বড় কথা, নবিদের গল্প পড়ে পড়ে শিক্ষা নেবে এবং নিজেদের জীবনে সেসব শিক্ষা কাজে লাগাবে। আল্লাহ তোমাদের ভালো রাখুন।
একজন তরুণ লেখক ও অনুবাদক। ছোটবেলা কুরআন হিফজের পর পড়েছেন মাদরাসাতুল মাদীনায়। সেখানেই তার লেখালেখি ও আরবি ভাষার ভিত গড়ে ওঠে। এরপর কওমি মাদরাসা থেকে দাওরা ও আলিয়া মাদরাসা থেকে বিজ্ঞান বিভাগে দাখিল ও আলিম সম্পন্ন করে ভর্তি হয়েছেন স্বনামধন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তার পছন্দের বিষয় আরবী ভাষা ও সাহিত্যে সেখানে মাস্টার্স সম্পন্ন করেছেন তিনি। ww বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেই তার বেশ কয়েকটি অনূদিত গ্রন্থ প্রকাশিত হয়। ২০১৭ সালে 'গুয়েন্তানামোর কারাগারে' গ্রন্থের মাধ্যমে তার বই প্রকাশের যাত্রা শুরু। দ্বিতীয় অনূদিত গ্রন্থ www 'সুপ্রভাত ফিলিস্তিন' বেশ সাড়া ফেলে পাঠকদের মাঝে। এরপর প্রকাশিত হয় 'শেষ সিপাহির রক্ত', 'হারুনুর রশিদের রাজ্যে' এবং 'লাভ ইন হিজাব'। প্রথম পাঁচটি বই প্রকাশিত হয় নবপ্রকাশ থেকে। এরপর ইলহাম থেকে প্রকাশিত হয়েছে 'মুফতি তাকি উসমানি' নামক অনূদিত গ্রন্থ। বর্তমানে তিনি আকিজ-মনোয়ারা প্রকাশনীতে কর্মরত। সেখান থেকে প্রকাশিত হয়েছে তার বেশ কয়েকটি গ্রন্থ। এর মধ্যে ছোটদের নবি সিরিজ অন্যতম।