আলহামদুলিল্লাহ, আকিজ—মনোয়ারা প্রকাশনী কর্তৃক হজ—উমরার এ টু জেড বইটি প্রকাশি করতে পেরে মহান আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া আদায় করছি। প্রতি বছর বাংলাদেশ থেকে অনেক মুসলিম ভাই ও বোন হজ—উমরা পালন করতে মক্কায় যান। গুরুত্বপূর্ণ এই ইবাদত সুন্দরভাবে সম্পন্ন করার জন্য তাদের একটি নির্দেশনামূলক বইয়ের প্রয়োজন হয়। সে বিষয়কে সামনে রেখে আমরা এই বইটি প্রকাশ করছি। এই বইতে হজ—উমরা ও যিয়ারার সকল বিধান খুব সহজ ভাষায় আমরা উপস্থাপন করা হয়েছে। বইটির অন্যতম আকর্ষণীয় দিক হচ্ছে, এতে হজ, উমরা ও যিয়ারার বিভিন্ন কার্যক্রমকে চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে যাতে পাঠক সবকিছু স্পষ্টভাবে বুঝতে পারেন। এছাড়া বইটিতে মক্কা—মদিনার আধুনিক ও প্রাচীন দর্শনীয় স্থানের কথা উল্লেখ করা হয়েছে যেন হাজিগণ চাইলে সেসব স্থানে যেতে পারেন। বইটির শেষে আমরা গুরুত্বপূর্ণ কিছু দুআ সংযোজন করেছি যা উমরা বা হজ পালনের সময় পড়া যেতে পারে। আমরা আশা করি, পকেট সাইজের সমৃদ্ধ এই বইটি হজ—উমরায় গমনেচ্ছুদের জন্য একটি উত্তম পাথেয় হবে ইনশাআল্লাহ। যদি তারা বইটি থেকে উপকৃত হন তাহলেই আমাদের চেষ্টা ও পরিশ্রম স্বার্থক হবে। মহান আল্লাহর কাছেই আমরা বিনিময় প্রত্যাশা করি।
একজন তরুণ লেখক ও অনুবাদক। ছোটবেলা কুরআন হিফজের পর পড়েছেন মাদরাসাতুল মাদীনায়। সেখানেই তার লেখালেখি ও আরবি ভাষার ভিত গড়ে ওঠে। এরপর কওমি মাদরাসা থেকে দাওরা ও আলিয়া মাদরাসা থেকে বিজ্ঞান বিভাগে দাখিল ও আলিম সম্পন্ন করে ভর্তি হয়েছেন স্বনামধন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তার পছন্দের বিষয় আরবী ভাষা ও সাহিত্যে সেখানে মাস্টার্স সম্পন্ন করেছেন তিনি। ww বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেই তার বেশ কয়েকটি অনূদিত গ্রন্থ প্রকাশিত হয়। ২০১৭ সালে 'গুয়েন্তানামোর কারাগারে' গ্রন্থের মাধ্যমে তার বই প্রকাশের যাত্রা শুরু। দ্বিতীয় অনূদিত গ্রন্থ www 'সুপ্রভাত ফিলিস্তিন' বেশ সাড়া ফেলে পাঠকদের মাঝে। এরপর প্রকাশিত হয় 'শেষ সিপাহির রক্ত', 'হারুনুর রশিদের রাজ্যে' এবং 'লাভ ইন হিজাব'। প্রথম পাঁচটি বই প্রকাশিত হয় নবপ্রকাশ থেকে। এরপর ইলহাম থেকে প্রকাশিত হয়েছে 'মুফতি তাকি উসমানি' নামক অনূদিত গ্রন্থ। বর্তমানে তিনি আকিজ-মনোয়ারা প্রকাশনীতে কর্মরত। সেখান থেকে প্রকাশিত হয়েছে তার বেশ কয়েকটি গ্রন্থ। এর মধ্যে ছোটদের নবি সিরিজ অন্যতম।