এসএসসি পর্যায় সারণি | SSC Periodic Table (2nd Edition) পারমাণবিক সংখ্যার ক্রমানুসারে প্রায় একই ধরনের ধর্মবিশিষ্ট মৌলসমূহকে একই শ্রেণীভুক্ত করে, আবিষ্কৃত সব মৌলকে স্থান দিয়ে মৌলসমূহের যে সারণি তৈরি করা হয়, তাকে মৌলের পর্যায় সারণি বলা হয়। মানুষ প্রাচীনকাল থেকে বিক্ষিপ্তভাবে পদার্থ এবং তাদের ধর্ম সম্পর্কে যে সকল ধারণা অর্জন করেছিল পর্যায় সারণি হচ্ছে তার একটি সম্মিলিত রূপ। পর্যায় সারণি একজন বিজ্ঞানীর একদিনের পরিশ্রমের ফলে তৈরি হয়নি। অনেক বিজ্ঞানীর অনেক দিনের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকের এই আধুনিক পর্যায় সারণি তৈরি হয়েছে। পর্যায় সারণি হলো রসায়নের প্রাণ। এই পৃথিবীর সবকিছুই এক বা একাধিক মৌলের সমন্বয়ে গঠিত। তাই পৃথিবীকে সঠিকভাবে জানতে হলে, রসায়নকে বুঝতে হলে অবশ্যই বিভিন্ন মৌল সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। আর তাই পর্যায় সারণির মৌলগুলো সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা, মৌলগুলোর গঠন প্রকৃতি, ধর্ম, শক্তিস্তর, উপশক্তিস্তর ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা; অর্থাৎ পর্যায় সারণির সকল খুঁটিনাটি তথ্য বিস্তারিত ও সহজে বোধগম্য করার প্রয়াস নিয়ে রচিত হয়েছে- “The Royal-মাধ্যমিক পর্যায় সারণি" বইটি ।