ফ্ল্যাপে লিখা কথা শেখ হান্নান ১৯৫৭ সালে সিরাজগঞ্জ জেলার সয়াধানগড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস উল্লাপাড়া উপজেলায় অলিপুর গ্রামে। ছোটবেলা থেকেই কবিতা, নাটক ও গানের প্রতি অনুরাগী।
তিনি তীক্ষ্ণ জীবনবোধের স্বাপ্নিক মানুষ। অনুসন্ধিৎসু দৃষ্টিতে দেখেন হাসপাতালের প্রতিটি প্রকোষ্ঠে প্রকোষ্ঠে মানুষের অসুস্থতা, বেদনাকাতর অস্থিরতা। মানুষের জন্মের আনন্দ হৃদয় দিয়ে অনুভব করেন, দেখেন মানুষের মৃত্যুযন্ত্রণার সীমাহীন কষ্টের নির্মম নিয়তিকে। অসুস্থ মানুষের আনন্দ বেদনা কীভাবে পাশাপাশি থেকে মাখামাখি করে বিরাজমান এক ছাদের নিচে, চিরচেনা ভিণ্ন ভিন্ন আবহে। জীবনের এই বোধই প্রতিটি মুহূর্ত তাকে ভাবিত করে, উদ্বেলিত করে।
তিনি ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাঙলা ভাষা ও সাহিতে বি. এ অনার্সসহ এমএ ডিগ্রী লাভ করেন।
শেখ হান্নান একজন সফল সাংগঠনিক ব্যক্তিত্ব। তিনি ১৯৮৪ সালে ঢাকাস্থ সিরাজগঞ্জ জেলা সমিতির সাংস্কৃতিক সচিব, বাংলাদেশ সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব, বাংলাদেশ স্বাস্থ্যসেবা গোষ্ঠীর সাধারণ সম্পাদক। তিনি ঢাকা মেডিক্যাল হাসপাতালের সাবেক সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ মেডিক্যাল রেকর্ড এসোসিয়েশনের সভাপতি।