সর্বকালের মতো এখনো আরবী ভাষা গতিশীল ও জীবন্ত ভাষা। বিশ্ব সভায় আজ আরবী বহুমাত্রিক জ্ঞান-বিজ্ঞানের ভাষা হিসেবে সর্বোচ্চ মর্যাদায় সমাসীন। বিশ্বের ২২টি দেশের রাষ্ট্রভাষা ছাড়াও জাতিসংঘ, ওআইসি, আফ্রিকান ইউনিয়নসহ প্রধান প্রধান আন্তর্জাতিক সংস্থাসমূহের অফিসিয়াল ভাষা আরবী। আরব বণিকদের মাধ্যমে এ ভূখণ্ডে আরবী ভাষার পরিচয় সূত্রে বর্তমানে মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশের মাদরাসা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে আরবী ভাষার ব্যাপক চর্চা রয়েছে। আমার স্নেহের ছাত্র আব্দুল মতিন-কে আমি মেধাবী, অধ্যবসায়ী, উদ্যমী ও একনিষ্ঠ গবেষক হিসেবে পেয়েছি। শিক্ষা জীবনের সর্বস্তরে সে অত্যন্ত যোগ্যতা ও মেধার স্বাক্ষর রেখেছে। কর্মজীবনের ব্যস্ততার মাঝেও সে আধুনিক কৌশল ও প্রযুক্তি ব্যবহার করে এদেশে আরবী ভাষা চর্চা বৃদ্ধিতে নানা প্রচেষ্টা ও উদ্যোগের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত রয়েছে। আরবী ভাষা প্রচার ও প্রসারে তার অবিরাম প্রচেষ্টার একটি ফসল হলো তার "স্পিক স্মার্টলি” শীর্ষক বই; যা এদেশে আরবী শিখতে আগ্রহী এবং চর্চাকারীদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে বলে মনে করি। আরবী কথোপকথনে দক্ষতা সৃষ্টির পাশাপাশি বাংলা-ইংরেজিতেও দক্ষতা বৃদ্ধিতে বিরাট সহায়ক হবে। এ ধরনের একটি উদ্যোগ নেয়ার জন্য তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তার এ প্রচেষ্টাকে মহান আল্লাহ্ কবুল করে তাকে উত্তম প্রতিদান দিন, আমীন। আমি তার গ্রন্থটির বহুল প্রচার ও প্রসার কামনা করছি।