ইতঃপূর্বে পরপর প্রকাশিত দুটি কবিতার বইয়ের পরে এবার গদ্য আঙ্গিকের একটি বই প্রকাশে ব্রতী হলাম। এ আঙ্গিকের বই প্রকাশে এটি আমার প্রথম প্রয়াস। বই এর বিষয়বস্তু মিশ্র। এতে রয়েছে, '৭১-এর বিয়োগাত্মক ঘটনাসহ অন্যান্য কতিপয় ব্যস্তব ঘটনাভিত্তিক স্মৃতিচারণমূলক নিবন্ধ এবং জীবনের পথ চলার অলিগলির বিচিত্র ঘটনাবলি থেকে উত্থিত জীবনবোধের একগুচ্ছ উক্তিমালা। 'যত দিন যায় আয়ু কমে, স্মৃতির ঝুলিতে কথা জমে'-এ কথা শাশ্বত, চিরন্তন। সব মানুষেরই কম-বেশি স্মৃতি থাকে, কারণ জন্মের পর সব মানুষই নানান অভিজ্ঞতার মধ্য দিয়ে সম্মুখপানে ধাবিত হয়। সে অভিজ্ঞতা ইতিবাচক বা নেতিবাচক, আনন্দদায়ক বা বেদনাদায়ক- সবই হতে পারে। সে-সব অভিজ্ঞতার মধ্যে যা বিশেষ, তা-ই স্মৃতির রূপ ধারণ করে অন্তরের গভীর স্তরে বিশেষ স্থান দখল করে রাখে। এমন স্মৃতি আমারও আছে, তার মধ্যে সবচাইতে বেদনাদায়ক স্মৃতি হলো '৭১-এর মুক্তিযুদ্ধের স্মৃতি। সে-সময় আমাদের বাড়িঘর লুট হয়েছিল। আমাদের পাড়াতেই যুবক ও মধ্যবয়সী ১৭ জন মানুষকে লাইন ধরিয়ে ব্রাশ ফায়ার করে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল। সেদিন আমার বাবা বড় দুই ভাই ও ছোট দুই ভাইসহ একেবারে অলৌকিকভাবে প্রাণে বেঁচে গিয়েছিলেন। সে স্মৃতির এক ঝলকমাত্র স্থান পেয়েছে এ বই-এর 'আবার মিলিটারি আসুক' রচনায়। এ ছাড়া আরও ক'টি উল্লেখযোগ্য ঘটনাবলির স্মৃতিচারণমূলক লেখা এ-গ্রন্থে স্থান পেয়েছে। আমার দীর্ঘ অখণ্ড জীবনের নানা স্তরে নানা মানুষের সাথে নানা বিষয়ক মিথস্ক্রিয়া ও নানা পরিস্থিতির মধ্য থেকে উদ্ভূত জীবনবোধের আলোকে গ্রন্থিত তিনশতাধিক উক্তি এ গ্রন্থে অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব উক্তিতে জীবনদর্শনের বিচিত্র চিন্তা-চেতনার প্রতিফলন ঘটেছে। কারও গ্রহণ বা অনুসরণের প্রয়াসে নয়, নিজের ভাবনাপ্রসূত অনুভূতিসমূহ প্রকাশ-এর প্রয়াসকেই তাতে অধিক গুরুত্ব প্রদান করা হয়েছে।