"উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ গাইড (নন-ক্যাডার এমসিকিউ)" বইয়ের 'বইটি সম্পর্কে' অংশ থেকে নেয়াঃ বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এই দেশের শতকরা ৫৯ ভাগ জনশক্তি কৃষিকাজে নিয়ােজিত। এই বিপুল জনশক্তির কর্মতৎপরতাকে সঠিক দিকনির্দেশনা দিয়ে সার্থক করার জন্য আমাদের দেশে মধ্যম স্তরে ৪ বছর মেয়াদি কৃষি ডিপ্লোমা এবং কৃষিক্ষেত্রে বিএজি কোর্স চালু আছে। এসব কোর্স সম্পাদন করার পর তারা চাকরি করতে চাইলে তাদেরকে লিখিত, ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার সম্মুখীন হতে হয়। কিন্তু পাস করার পর তাদের নিকট অধ্যয়নকালীন বইপুস্তুক বা খাতা সংরক্ষণ না থাকায় পরীক্ষা দিতে এসে ভীষণ বিপাকে পড়তে হয়। ডিগ্রি/ডিপ্লোমা কৃষিবিদদের BPSC-এর অধীনে নন-ক্যাডার বিভাগে উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদে চাকরি লাভে সহায়তা করার মানসে আমরা PSC নন-ক্যাডার কৃষি কর্তকর্তা নিয়ােগ গাইড (MCQ) বইটি প্রকাশ করার উদ্যোগ গ্রহণ করি। সাধারণত ডিপ্লোমা কৃষিবিদগণ উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদে নিয়ােগ পরীক্ষায় অংশ নিয়ে থাকেন। এসব পদে পরীক্ষায় যে বিষয়সমূহ বা যে ধরনের প্রশ্ন থাকে, সে ধরনের প্রশ্নোত্তর দিয়ে বইটিকে সমৃদ্ধ করার চেষ্টা করেছি। এ ছাড়াও বিভিন্ন সংস্থার প্রশ্ন সংগ্রহ করে সেগুলাে প্রশ্নোত্তর আকারে এখানে দিয়েছি। বইটির বিশেষত্ব * নন-ক্যাডার উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়ােগ পরীক্ষার সিলেবাস এবং নম্বর বণ্টনের আলােকে বিষয় নির্ধারণ ও অধ্যায় বিভাজন। * বিভিন্ন মন্ত্রণালয়ের নন-ক্যাডার কর্মকর্তা নিয়ােগ (MCQ) পরীক্ষার প্রশ্নের পূর্ণাঙ্গ সমাধান। * নতুন সিলেবাস ও সর্বশেষ প্রশ্নপত্রের আলােকে বিষয় ও নম্বর বণ্টনের নিরিখে উত্তরসহ কয়েক সেট নমুনা প্রশ্ন (১০ম গ্রেডের পিএসপি’র বিভিন্ন পরীক্ষার প্রশ্নসমূহ)। * বিগত প্রশ্ন বিশেহ্মণে সর্বশেষ তথ্যসমৃদ্ধ।
Title
উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ গাইড (নন-ক্যাডার এমসিকিউ)-(জি. মাওলা বুক হাউজ) By আলহাজ্ব ইঞ্জিঃমোঃ নুরুল হক