বিশ্বের কত জায়গায় কত বিস্ময় ছড়িয়ে আছে যা দেখলে মুগ্ধ এবং আত্মহারা না হয়ে পারা যায় না। সাগর—মহাসাগর, পাহাড়—পর্বত, আমাজান জঙ্গল, নায়াগ্রা ফলস, এভারেস্ট চূড়া, মিশরের পিরামিড, তুন্দ্রা অঞ্চল, ঊষর মরুভূমি, নদ—নদী, পাহাড় পর্বতের পাদদেশে বিচিত্র বনরাজি, মহাসাগরে বিশাল আকৃতির নীল তিমি থেকে শুরু করে ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব যাদের নানা প্রকার আকৃতি, চলাচল দেখলে আশ্চর্য হতে হয়। সবার উপরে আছে মানুষ। দেশে দেশে নানা আকৃতির, নানা বর্ণের মানুষ তারা নানা ভাষায় কথা বলে। সব মানুষের আছে একই রকম মোহনীয় হাসি। নারী—পুরুষ সবার আছে তুলনাহীন ভালোবাসা। পৃথিবীর পথে বের হয়ে এসব মানুষের সাথে পরিচয় হয়। দেশে দেশে আছে মা—বোন তাদের হৃদয়ভরা ভালবাসা। আর ভাই আছে সহানুভূতি, সমবেদনা, সাহায্যের হাত বাড়িয়ে। পথে নামলে তাদের দেখা পাওয়া যায়। প্রত্যেক মানুষের ভেতরটা কিন্তু এক এবং অভিন্ন। দেশে দেশে তারা আছে ঘর আর আশ্রয় নিয়ে। বেড়াতে যাওয়া মানুষের সহযোগিতা করে, আশ্রয় দেয় এইসব মানুষ। পথে পথে ভ্রমণকারি তাই নির্ভয়ে পথ চলে। আমরা ক্যাঙ্গারুর দেশ অস্ট্রেলিয়া আর মেঘপাহাড়ের দেশ উত্তর ভারত ভ্রমণের মনোরম কাহিনি এখানে তুলে ধরবো।