মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠ নিয়ে লেখালেখির সূত্রপাত হয়েছিল স্বাধীনতা অর্জনের বেশ কয়েক বছর পরে। খুব সামান্য তথ্যই সেখানে সন্নিবেশিত হয়েছিল। বিগত দশকে মুক্তিযুদ্ধের ইতিহাসের ওপর নানাভাবে আলোকপাত করা হলেও সাত বীরশ্রেষ্ঠের জীবন ও আত্মদানের কাহিনী নিয়ে বড় পরিসরে ইতিহাস-রচনা কেউ করেননি। আত্মাহুতি-দানকারী বীরদের পারিবারিক সামাজিক পটভূমি, মুক্তিযুদ্ধে যোগদানের প্রেরণা এবং যুদ্ধের ময়দানে বীরত্বময় ভূমিকা সবিস্তারে তুলে ধরতে সচেষ্ট হয়েছেন মুক্তিযুদ্ধের আরেক বীর নৌ-কম্যান্ডো শাহজাহান কবির বীরপ্রতীক। খুব সহজ ছিল না এই কাজ, বীরশ্রেষ্ঠরা নন্দিত হলেও তাঁদের সম্পর্কে তথ্যভাণ্ডার কোথাও গড়ে ওঠেনি। দেশজুড়ে নানা স্থান থেকে তাঁরা উঠে এসেছেন, লড়াই করেছেন বিভিন্ন অঞ্চলে, সেসব তথ্য ছড়িয়ে আছে বহু স্থানে। ফলে চারণের মতো ঘুরে ঘুরে লেখককে সংগ্রহ করতে হয়েছে তথ্য, যাচাই-বাছাই করতে হয়েছে বিভিন্ন বয়ান। তিনি গিয়েছেন দেশের নানা প্রান্তে, সাক্ষাৎকার নিয়েছেন অনেক মানুষের এবং ভালোবাসা ও আন্তরিকতা নিয়ে নিবেদন করেছেন সাত বীরশ্রেষ্ঠের সপ্তসুরের জয়গান। বিশেষভাবে নতুন প্রজন্মের জন্য প্রবীণ প্রজন্মের যোদ্ধা যে গ্রন্থ উপহার দিলেন তা' ইতিহাসের বহমানতা জোরদার করবে, এটা আমাদের বিশ্বাস। এমন গ্রন্থ পাঠক, বিশেষভাবে নবীন-নবীনাদের হাতে তুলে দিতে পেরে আমরা তাই একই সঙ্গে আনন্দ ও কৃতজ্ঞ বোধ করছি।