উপার্জন করার ক্ষেত্রে এই বইটি বিনিয়োগ এবং ব্যবসার মূল বিষয়গুলোর জন্যে একটি শিক্ষানবিস গাইড হতে পারে। এই বইটি পড়ে আপনার দুটি উদ্দেশ্য পূরণ হতে পারে। একটি হলো আপনাকে এটা জানিয়ে দেয়া যে 'ধনীরা আরো ধনী হয়, গরীব আরো দরিদ্র হয়' নীতিটি ব্যবসায় বেশি দিন স্থায়ী হয় না। দ্বিতীয় কারণ হলো সাধারণ মানুষ প্রতিদিন যে ব্র্যান্ডগুলো ব্যবহার করে, তার সাথে মেলামেশা করে জীবিকা নির্বাহ করার পরামর্শ দেয়া। প্রতিদিন আমরা বিভিন্ন পণ্যসামগ্রী ব্যবহার করি। তবু আমাদের মধ্যে কতজন এই ব্র্যান্ডগুলোর সাথে বিনিয়োগ করার কথা চিন্তা করে? এই বইটি তাদের জন্য যারা এরকম ভাবছেন না। লেখক লিঞ্চ এবং রথচাইল্ড শুধু বিনিয়োগের জন্যে আপনাকে এসব কিছু জানার দরকার আছে বলে জানান। তারা আরো এক ধাপ এগিয়ে আপনাকে, ধরুন, কোকা কোলার প্রতিটি চুমুক থেকে কীভাবে উপার্জন করা যায়, এটাও বলে দেন। আপনার নিজস্ব মাইলফলক সেট করার জন্যে এটি একটি নির্দেশিকা। বইটি উচ্চ বিদ্যালয়ের ছাত্র থেকে অবসরপ্রাপ্ত পেশাদার পর্যন্ত সবার জন্যে প্রাসঙ্গিক। আপনার জন্যে বিনিয়োগের সুযোগ তৈরি করা কিংবা সবচেয়ে উপযোগী সুযোগ খুঁজে বের করা হলো এর উদ্দেশ্য। এই বইটি এমন কিছু আলোকিত বিষয় নিয়ে আসে, যা আপনি জানেন না। আর যা অনুসরণ করলে বর্তমান অবস্থা কাটিয়ে নিজের উপার্জন বাড়াতে পারেন।