স্বপ্ন বেঁচে থাক গোলাম সারওয়ার বিষয় : নিবন্ধ আলস্য বিলাস বলব না। বলব অপরিত্যাজ্য নিদারুণ আলস্য। আমার লেখালেখির আগ্রহে যে এ মুহূর্তে ভাটার টান তাতে সন্দেহ নেই। অনেকে বলেন, সাংবাদিকতা এমন এক পেশা যা লেখালেখির আগ্রহকে শেষপর্যন্ত নির্বাসনে পাঠায়। কবি ইকবাল হাসান কানাডা থেকে উড়ে না এলে গত বছরের ন্যায় আমার নতুন বই এবারও বইমেলায় ঠাঁই পেত না। ইকবাল নিজের একাধিক বই প্রকাশের সঙ্গে আমার অন্তত: একটি বই প্রকাশের যাবতীয় যন্ত্রণা স্বেচ্ছায় কবুল করে নিয়েছে। সমকালের সহযোগী সম্পাদক কবি নাসির আহমেদও আমার লেখাগুলো পরম যতেœ পড়েছে। ভুলত্রুটি সংশোধন করেছে। বইটিতে আমার লেখা ১৫টি নিবন্ধ স্থান পেয়েছে যা বিভিন্ন সময়ে সমকালসহ দেশের শীর্ষস্থানীয় পত্রিকায় ছাপা হয়েছে। লেখক নিবন্ধগুলো হলো, সেই সত্য যা রচিবে তুমি, আকাশ ছোঁয়ার স্বপ্ন, ভালো থেকো ইত্তেফাক, ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার ও শেখ হাসিনা, একটি সফর ও সম্ভবনার সিংহদুয়ার, সকল কাঁটা ধন্য করে, স্বপ্ন বেঁচে থাক, হুমায়ূনের জন্য প্রার্থনা, মেঘ কেটে যাক ফুটুক আলো, চ্যানেল আই, বিচারকের দায়বদ্ধতা ও বিচার বিভাগের স্বাধীনতা, দহগ্রামের মেঘভাঙা রোদ, আলোকের এই ঝরণাধারা, মেঘের সঙ্গী ও সেই প্রিয় কণ্ঠস্বর।
গােলাম সারওয়ার : জন্ম ১ এপ্রিল ১৯৪৩ বরিশালের বানারীপাড়ার এক সম্ভ্রান্ত পরিবারে। লেখাপড়া : বানারীপাড়া হাইস্কুল, চাখার ফজলুল হক কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাভাষা ও সাহিত্যে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি। ষাটের দশকের জনপ্রিয় ছড়াকার। আশির দশকে বাংলাদেশ শিশু একাডেমী থেকে ছড়ার বই ‘রঙিন বেলুন’ প্রকাশ। বিশ্ববিদ্যালয়ে পড়াশােনার সময় ষাটের দশকে সাংবাদিকতা শুরু। কিছুদিন দৈনিক পয়গাম, অতঃপর '৭১-এর রক্তস্নাত ২৫ মার্চের রাত পর্যন্ত সংবাদ, স্বাধীনতার পর ইত্তেফাকে। নিজ এলাকায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ। মুক্তিযুদ্ধের পর কয়েক মাসের জন্য বানারীপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন। '৭২ সালেই পুরনাে পেশায় প্রত্যাবর্তন। শিফট ইনচার্জ (বার্তা), প্রধান সহ-সম্পাদক, যুগ্ম বার্তা সম্পাদক ও বার্তা সম্পাদক হিসেবে ২৭ বছর ইত্তেফাকে। ১৯৯৯-এর শেষ দিকে সম্পাদকের দায়িত্ব নিয়ে নতুন প্রজন্মের সাহসী সংবাদপত্র যুগান্তর প্রকাশ। এখন ‘সমকাল সম্পাদক। শখ : বইপড়া, রাত জেগে টিভি দেখা, গান শােনা। প্রিয় স্থান : বানারীপাড়া।