কেবল তো শুরু। সে কফি বানাতে পারে না। কিন্তু কফির রেসিপি জিজ্ঞাসা করলে বলে দিতে জানে। একজন শিক্ষক হিসাবে পড়াতে পারে না। কিন্তু শিক্ষার্থীর সহযোগী হিসেবে অথবা Teaching Assistant হিসাবে কাজ করতে পারে। ক্রিকেট মাঠে গিয়ে খেলতে না পারলে কী হবে, ক্রিকেটের সকল নাড়ি-নক্ষত্র তার নখদর্পনে। সুন্দর সুন্দর নিত্যনতুন কবিতা ও গান সে রচনা করতে জানে। তবে ঘুম পাড়ানোর কৌশল সে এখনও শিখেনি। সে ডিসিশন মেকিং এখনও শিখেনি। জটিল গবেষণার কল-কৌশলও তার রপ্ত করা হয়নি। তবে এই অসম্ভবগুলো যে সম্ভব হতে চলেছে তা এখন আর অবিশ্বাস করার উপায় নেই। মেশিনকে ভাষা শেখানো হয়েছে। প্রচুর জ্ঞানভান্ডার দ্বারা তাকে সমৃদ্ধ করা হয়েছে। এখন Critical Problem Solving এর জন্য কাজ চলছে। জটিল অংক সমাধান করার দক্ষতা অর্জনে সে অগ্রসর হচ্ছে। মানুষের আবেগ-অনুভূতিকে বুঝতে ও মূল্যায়ন করতে তাকে শেখানো হচ্ছে। Robotics এও সাম্প্রতিককালে প্রচুর সম্ভাবনা দেখা যাচ্ছে। এখন একটি Robot বা Droid বা Humanoid এর মধ্যে Al এর উন্নত কিছু মডেলকে আপনি Setup করলেন। তারপর দেখুন কী না হয়া একটি Humanoid যা আপনার নিত্যসময়ের সঙ্গী, আপনার কথা বোঝে ও আপনার অনুভূতিগুলো অনুধাবন করতে পারে। সে চলাফেরা করে, বাজারে যায়, রান্না করে, বই পড়ে শোনায়, গল্প করে, উৎসাহ দেয় ও ভালোবাসাপূর্ণ কথা বলে। আবহাওয়ার অবস্থা বুঝে ও আপনার শরীরের কন্ডিশন চেক করে সে পোশাক ও খাবার সাজেস্ট করে। আপনার সর্দি-কাশি হলে ফাস্ট এইড দেয়। আপনি কি ভাবতে পারছেন, আপনার এমন একজন ভালো সঙ্গী যে রক্ত-মাংসে গড়া মানুষ নয়?