ফ্ল্যাপে লিখা কথা টুকরো টুকরো অর্জিত অভিজ্ঞতা, তবে বিবেচনা বোধকে পাহারায় রেখে বাছাই করা; শুরুতেই ধরা পড়ল, একজন কবির গদ্য পড়ছি- প্রাঞ্জল, থেকে থেকে নস্টালজিক সুর বাজে। আদর্শ একজন প্রেমিক তিনি, ভাগ্যবানও বটে। দীর্ঘ পঁয়ত্রিশ বছর একজনকে পাশে নিয়ে বৃষ্টিতে ভিজছেন, রোদে পুড়ছেন; জীবনের সুখ এখানে নেই তো আর কোথায় আছে! এখনও লেখালেখির মধ্যে আছেন- দেশের এমন সব কবি-সাহিত্যিকের স্ন্যাপশট ভালো লাগল। হুইল চেয়ার অকালে শূন্য হয় নি, তারপরও বেদনা জাগায়।
লেখক তাঁর পাঠককে কানাডার টরন্টো আর আমেরিকার স্যান হোজে, সিলিকন থেকে শুরু করে লেক টাহো পর্যন্ত অনেক দূর ভ্রমণ করালেন। বিখ্যাত উইনচেষ্টারকে তাঁর নিজের বাড়িতে অতিপ্রাকৃত উপদ্রব সহ্য করতে হয়েছিল, নিজের বাড়িতে অতিপ্রাকৃত উপদ্রব সহ্য করতে হয়েছিল, ওই রাইফেলের গুলি খেয়ে যারা মারা গেছে, তাদের আত্মা আজও ....। থাক, আমি কাউকে ভয় দেখাতে চাইছি না। শিল্পী সুলতানকে জ্বিনেদের উপদ্রব খুব সহ্য করতে হয়েছে। জীবিত কিংবদন্তি হুমায়ূন আহমেদের উদারতা ও মহত্বের যে বর্ণনা পেলাম, তাঁর মতো বড়র কাছে থেকে এরচে’স কম কিছু আমরা আশা করি না।
বাস্তবতা কি নির্মম তা বোঝানোর জন্য লেখক পরীর কথা তুলেছেন। লেখার সময় ওর জন্যে ব্যথায় টনটন করছে বুকটা লেখক তাঁর সমৃদ্ধ প্রবাসী জীবন সম্পর্কে যখনই কিছু শুরু করেছেন, ধাঁ করে বেড়ে গেছে আগ্রহ।
সূচিপত্র * আমার প্রথম প্রেম * পরী, হুমায়ূন আহমেদ ও ঝরা পালকের গল্প * খুঁজে ফিরি আমার শিকড় * খেরো খাতার শিল-অমিল * প্রধানমন্ত্রীর ভারত সফর ও বিএনপির মিথ্যাচার * খুনি নূর ও কানাডা সরকার * এমন দিনে তারে বলা যায় * ভিন্ন চোখে বইমেলা ২০১০ * দহন, লোডশেডিং ও দোজখের আগুন * এই বেদনা ক্ষমা করো * আবার গর্জে উঠবে টাইগাররা * বিষাদের করিডোরে * এই সমুদ্র জানবে না কোনোদিনও * আমার বোন নাদিয়া দাদা একটা বড় ভুল করেছি * কিছু ঘটে স্বপ্নে আর কিছুটা বাস্তবে * এতোদিন কোথায় ছিলেন * প্রকৃতি ও মানুষের কবি হাসান আজিজুল হক
ইকবাল হাসান, কবি ও গল্পকার সত্তরের জনপ্রিয় উল্লেখযােগ্য কবিদের অন্যতম । জন্ম, ৪ ডিসেম্বর, ১৯৫২, বরিশালে, একটি বিদেশি মিশনারি হাসপাতালে। বসবাস: জার্মানী, মার্কিন যুক্তরাষ্ট্র, এবং বর্তমানে কানাডার টরন্টো। পেশা: দেশে সাংবাদিকতা এবং বিদেশে কখনাে ব্যবসা, কখনাে স্রেফ শ্রমজীবী । প্রকাশিত গ্রন্থ: অসামান্য ব্যবধান [কবিতা ১৯৮৬], মানুষের খাদ্য তালিকায় [কবিতা ১৯৮৬], কপাটবিহীন ঘর (গল্প ১৯৯৪), জ্যোৎস্নার চিত্রকলা [কবিতা ১৯৯৫], দূর কোনাে নক্ষত্রের দিকে [কবিতা ২০০০], মৃত ইদুর ও মানুষের গল্প [গল্প ২০০০], দূরের মানুষ কাছের মানুষ (ব্যক্তিগত নিবন্ধ/এলবাম ২০০০], আশ্চর্যহিক [উপন্যাস ২০০২], শহীদ কাদরী কবি ও কবিতা [সম্পাদনা ২০০৩], জলরঙে মৃত্যুদৃশ্য [কবিতা ২০০৩], ছায়ামুখ (উপন্যাস ২০০৪], কার্তিকের শেষ জ্যোৎস্নায় গল্প ২০০৪], দীর্ঘশ্বাসের পান্ডুলিপি [নিবন্ধ ২০০৪], প্রেমের কবিতা [কবিতা ২০০৪], ইকবাল হাসানের বারােটি গল্প (গল্প ২০০৫], নির্বাচিত ১০০ কবিতা [কবিতা ২০০৯], যুগলবন্দি [কবিতা ও সৈয়দ ইকবালের চিত্রকর্ম ২০১০], আকাশপরী কবিতা ২০১০]. চোখ ভেসে যায় জলে [প্রবন্ধ/নিবন্ধ ২০১০], সুখলালের স্বপ্ন ও তৃতীয় চরিত্র [গল্প ২০১০], গল্পসমগ্র (২০১২), বিষাদের করিডােরে [নিবন্ধ ২০১২], শখ: পড়া ও লেখা, আড্ডা, দেশভ্রমণ এবং এসব নিয়ে কোনাে রকম বেঁচে - থাকা । প্রিয়স্থান: রাঙামাটি ।