রোযা তথা সিয়াম সাধনা ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে রোযা একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। রোযাকে ইসলামিক পরিভাষায় বলা হয় সাওম,যার আভিধানিক অর্থ বিরত থাকা। অর্থাৎ সুবহে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আহার-বিহার,সার্বিক যৌন কামনা বাসনা এবং অন্যায় ও অসত্য থেকে নিজেকে বিরত রাখাকেই বলে রোযা বা সিয়াম সাধনা। এ সিয়াম সাধনা বা রোযা ধনী- নির্ধন, শিক্ষিত-অশিক্ষিত, উচ্চপদস্ত-নিম্নপদস্ত প্রতিটি মুমিন বান্দার উপর ফরয করা হয়েছে। বিশেষ কারণ ব্যতিত বয়োপ্রাপ্ত কোনো মুসলিম নর নারীর পক্ষেই সিয়াম সাধনা থেকে বিরত থাকা সম্ভব নয়। রাব্বুল আল আমিন আল কুরআনে এরশাদ করেছেন ‘হে বিশ্বাসীগণ তোমাদের জন্য রোযা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল পিতা-মাতাদের পূর্ববর্তী লোকদের প্রতি, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পার’ (বাকারা ঃ ১৮৩)। রমযান মাসের সিয়াম সাধনাকে ফরয ঘোষনা করা হয়েছে সূরা বাকারার অন্যত্র-‘অতএব, তোমাদের মধ্যে যার জীবনে এ মাসটি আসবে তাকে অবশ্যই রোযা পালন করতে হবে।’ সাধনার মাধ্যমে নিজেকে সংযমী করে তোলাই রোযার উদ্দেশ্য। আর এ রোযা তথা সিয়াম সাধনার মাধ্যমেই অর্জন করতে হবে তাকওয়া। বান্দাদের মধ্যে সংযম সাধন,আত্মশুদ্ধি,সদ্ভাব,সহানুভূতি ও মানবীয় গুণাবলী সৃষ্টি করাই আল্লাহর উদ্দেশ্য। রোযার সময় বান্দাহ আল্লাহ্তা'য়ালার সন্তুষ্টির জন্য সমস্ত হারাম খাবার, পানাহার ও উপার্জন বির্জন করবে সহজ ও স্বাভাবিক ভাবে একান্ত স্বত:স্ফুর্ততায়। বলা হয়েছে, ‘যে ব্যক্তি মিথ্যা কথা ও অসৎ কাজ পরিত্যাগ করবে না তার শুধু খানাপিনা পরিত্যাগ করায় আল্লাহ তা'য়ালার কোনোই প্রয়োজন নেই (আল হাদীস)।’