বইটির প্রথম ফ্ল্যাপ থেকে নেওয়া ১৯৭১ বাংলাদেশের জিরো পয়েন্ট। বঙ্গোপসাগরের পাড় ঘেঁষে যে পঞ্চান্ন হাজার বর্গমাইল, দি গ্রেট গঙ্গার ভাটিতে পদ্মা, মেঘনা, যমুনা ও গৌরীর বহমানতা, সেই জীববৈচিত্র্যে ভরপুর যে প্রকৃতি এই সোনার বাংলায় একশ বছর আগে জন্ম নিয়েছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ এক বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যাঁর হুঙ্কারে জেগে উঠেছিল 'বীর বাঙালি' নামে এক জাতিসত্তা ১৯৭১ খ্রিস্টাব্দে। সেই বীরগাথার অনেক স্মৃতিচিহ্ন আজ নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে উদ্ভাসিত হচ্ছে, কিন্তু 'বীরাঙ্গনাগাথা' কি তেমন প্রজ্বলিত হয়েছে? একাত্তরের মুক্তিযুদ্ধে গৃহবন্দি নারীদের ত্যাগের ফুটেজ মনে হচ্ছে অধরাই থেকে যাচ্ছে। পুলিশ কর্মকর্তা কবি জয়িতা শিল্পী সেই অধরাকে ধরতে চেষ্টা করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। তাঁর 'রাজারবাগে প্রজার পুলিশ' গ্রন্থ থেকেই সেই চেষ্টা প্রতীয়মান। সম্প্রতি তিনি ময়মনসিংহে কর্মরত ছিলেন, প্রজাতন্ত্রের কর্মচারীর সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি নিজের দেশপ্রেমিক সত্তার সামাজিক দায়বদ্ধতার অনন্য উদাহরণ রেখে হয়ে উঠেছেন যেন ময়মনসিংহ গীতিকার বাঙালি প্রথম নারী কবি চন্দ্রাবতী! এই গ্রন্থ মুক্তিযুদ্ধ-পরবর্তী বাংলাদেশ প্রজন্মকে স্বাধীনতার অনাবিষ্কৃত দুঃখ-বেদনা ও ঐশ্বর্য অনুসন্ধানে অনুসন্ধিৎসু করে তুলবে নিঃসন্দেহে।
জন্ম ২৫ মে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর, ক্রিমিনোলজি বিভাগ হতে ক্রিমিনোলজি এন্ড ক্রিমিনাল জাস্টিস এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পুলিশ সাইন্সে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। ২৭তম বিসিএস পুলিশ ক্যান্ডারের এই কর্মকর্তা মাগুরা জেলা, খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সহ বিভিন্ন ইউনিটে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। ডিআর কঙ্গোতে বছর ব্যাপী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ ও দেশে-বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক প্রশিক্ষণের অভিজ্ঞতা সম্পন্ন এই সরকারি কর্মকর্তা বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) পদে ময়মনসিংহ জেলায় কর্মরত আছেন। প্রশাসনিক ব্যস্ততার মাঝেও করে যাচ্ছেন শিল্প ও সাহিত্যের চর্চা। লিখছেন গল্প, কবিতা ও প্রবন্ধ। কাজ করছেন মুক্তিযুদ্ধের বীরাঙ্গনাদের নিয়েও। ইতোমধ্যে লেখকের প্রকাশিত গ্রন্থসমূহ পাঠক মহলে নন্দিত হয়েছে।