আইনের জগৎ এক অতল সমুদ্রের মতো। এই সমুদ্র থেকে মণিমুক্তা আহরণ করতে হলে দক্ষ ডুবুরি হতে হয়। একজন বিজ্ঞ আইনজীবী বহুযুগের প্র্যাকটিস, চেষ্টা ও সাধনার মধ্য দিয়ে আইনের জগতে একজন দক্ষ প্র্যাকটিশনার (ডুবুরি) হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। এই চেষ্টা ও সাধনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হাতিয়ার রয়েছে সেটি হলো দেওয়ানি কার্যবিধি আইন। বলা হয়, যিনি দেওয়ানি মামলার আইন ও বিচারের পদ্ধতি সংক্রান্ত বিষয়ে নিজেকে দক্ষ, অভিজ্ঞ ও সিদ্ধহস্ত করতে সক্ষম হয়েছেন তাঁর কাছে আইনের যেকোনো জটিল বিষয় ব্যাখ্যা করাও অনেক সহজ হয়ে যায়। একথা খুবই সত্য। তবে এটাও সত্য যে, কেউ একজন রাতারাতি দক্ষ আইনজীবী বা বিচারকে পরিণত হতে পারেন না। এজন্য প্রয়োজন দীর্ঘ দিনের অবিরত অনুশীলন, অক্লান্ত পরিশ্রম ও নিয়মিত ভালো ভালো বই পাঠের মধ্য দিয়ে নিজেকে প্রস্তুত করা। কিন্তু বাংলা ভাষায় দেওয়ানি মামলার আইন ও বিচারের পদ্ধতি বিষয়ে সুবিস্তৃত, সুবিন্যাস্ত ও সুগভীর আলোচনাসমৃদ্ধ গোছানো কোনো বই তেমন একটা নেই। তবে, সেই অভাব পূরণ হবে বর্তমান বইটি দ্বারা। এই বইয়ের লেখক নিজেই বিচারক হিসেবে এই আইন ও বিচারের পদ্ধতি সংক্রান্ত কাজে তার জীবনের দীর্ঘ তিন দশকেরও বেশি সময় অতিবাহিত করেছেন। বিচারক হিসেবে তাঁর দীর্ঘ ক্যারিয়ারে তিনি দেওয়ানি মামলা ও বিচার বিষয়ে সম্ভাব্য প্রায় সকল ক্ষেত্রের প্রয়োগিক অভিজ্ঞতা অর্জন করেছেন।