ফ্ল্যাপে লেখা কিছু কথা ‘মনোসমস্যা মনোবিশ্লেষণ’ বইটিতে মোহিত কামাল আরো প্রজ্ঞার সাথে মানবমনের কষ্ট, দহন এবং জীবনযন্ত্রণা জীবনের খণ্ডচিত্র, নিবন্ধ এবং গল্পের মাধ্যমে তুলে ধরেছেন্ মনস্তত্বের বৈজ্ঞানিক ফর্মুলা দিয়ে প্রতিটি ধাপ বিশ্লেষণ করে, দৈনন্দিন সমস্যা মোকাবিলায় পাঠকের জন্য সর্বজনীন দিকনির্দেশনা উপহার দিয়েছেন। এটি একটি অসাধারণ ও প্রয়োজনীয় গ্রন্থ। বাংলা সাহিত্য ও বিজ্ঞানে এ ধারার লেখা বিরল, দ্বিতীয়টি নেই। সাহিত্য ও বিজ্ঞানের যৌথ মিলনধারায় জীবনের অনিবার্য পরিণতিগুলো সমাধানের আলোয় আমাদের সামনে বিমূর্ত হয়ে ওঠে। নিপুণ শব্দ-কারিগর মোহিত কামাল মনের নানান প্রেক্ষাপটের ওপর দিয়ে ছুটে গেছেন।দেহমনের ঘূর্ণির দাপট, ভ্রমণবিলাসী মনের মূল উপাদান, টিনএজ মনের গতি -প্রকৃতি-টিনএজ দানব, টিনএজ মনের বিদ্রোহ এবং টিনএজ দুঃখ-কষ্ট ও তারুণ্যের ভালবাসা, মন না-মানার মনোজগতের দুরন্ত দোলা্ মাদকাসক্ত জন, আসক্ত জনের পরিবারও পেয়ে যাবেন করণীয় কর্তব্য সম্পর্কে দিকনির্দেশনা। হৃদরোগী, ডায়াবেটিস রোগী, একজন পথচারীও জীবনের খণ্ডচিত্রের মনোবিশ্লেষণে পেয়ে যাবেন অনেক জিজ্ঞাসার উত্তর।নারীর মনোবিশ্লেষণ চমৎকারভাবে উঠে এসেছে। গৃহবধুর স্বামীর অফিসে রূপবতী পিও কিংবা। দাম্পত্য সন্দেহ-বিশ্বাস, নারী নির্যাতন এবং কর্মজীবী নারী-স্বরূপও স্পষ্ট ভাষায় তিনি তুলে ধরেছেন। সমস্যা চিহ্নিত করেছেন, সমাধানের সহজ পথও পেয়ে যাবেন পাঠক।মনের টেনশন কমানোর ৯টি উপায় জীবনচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। সবশেষে পাঠক দেখতে পাবেন আবেগের টানে কীভাবে ছুটে চলে যুবকের মন, তরুণীরা কীভাবে ফাঁদ পাতে ভুবনে, সম্পূর্ণ গল্পের মাধ্যমে উত্তরটি পেয়ে যাবেন পাঠক। সূচিপত্র *মনের কষ্ট, মনের দহন : জীবনযন্ত্রণা *মনের আগুন : দেহমনে ঘূর্ণি *ভ্রমণবিলাসী মন : সুস্থ মন সুস্থ দেহের সন্ধানে *টিনএজ মনের গতি-প্রকৃতি *কিশোরী মনে যাতনা : সমস্যা ও সমাধান *তারুণ্যর ভালাবাসা *ক্রিকেট মন : সমালোচকের মনোবিশ্লেষণ *মাদকাসক্তের মনোবিশ্লেষণ : করণীয় *হৃদরোগী মনোবিশ্লেষণ * ডায়াবেটিস রোগীর মনোবিশ্লেষণ * স্বস্থ্যসচেতন মানুষের মনোবিশ্লেষণ *পথচারীর মনোবিশ্লেষণ *চুরিরোগ ক্লেপ্টোম্যানিয়া : রোগীর মনোবিশ্লেষণ *নারী প্রসঙ্গ *ঈদে ক্রেতা, অভিনেতার মনোবিশ্লেষণ * মনের টেনশন : মনোবিশ্লেষণ *আবেগের টান : ছুটে চলে যুবকের মন
তিনি একদিকে কথাসাহিত্যিক, অন্যদিকে মনোশিক্ষাবিদ। ২০১৮ সালে কথাসাহিত্যে পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। জাপানের ১২তম ওয়ার্ল্ড কংগ্রেস অব সাইকিয়াট্রির ফেলোশিপ প্রোগ্রামে নির্বাচিত হন বিশ্বের প্রথম সেরা ফেলো। জন্ম ১৯৬০ সালের ২ জানুয়ারি সাগরকন্যা সন্দ্বীপে। এমবিবিএস করেছেন সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ থেকে। তিনি সাহিত্য-সংস্কৃতির মাসিক ’শব্দঘর’র সম্পাদক এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট (এনআইএমএইচ)-এর একাডেমিক পরিচালক। ২০১২ সালে তাঁর মনস্তত্ত্ব বিষয়ক গ্রন্থ ‘মানব মনের উদ্বেগ ও বিষন্নতা’ কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পাঠ্য করা হয়।