ইয়াকিন বইটিতে লেখক মহান আল্লাহর উপর এবং আল্লাহর রহমত ও বরকতের উপর তার এবং সকল বিশ্বাসীদের বিশ্বাসের কথা বলেছেন। ইয়াকিন কোনো ইসলাম ধর্মের ধর্মীয় বই নয়। এটি কোনো শরিয়া আইন এবং কোনো ফতোয়া বিষয়ক ইসলামি কোনো নিয়ম কানুনের লিখিত দলিল সমৃদ্ধ বই না। বইটিতে লেখক নিজে একজন মুসলিম হিসেবে আল্লাহর প্রতি তার নিজের বিশ্বাসের কথা তুলে ধরেছেন। এবং এই বিশ্বাসে ভর করে নিজের জীবনে বহুবার পাওয়া এবং তার আশেপাশের বহু মানুষের জীবনে পাওয়া আল্লাহর বিভিন্ন রহমতের ও সফলতার কথা লিখেছেন। ইয়াকিন একটি বিশুদ্ধ জীবন বোধ। ইয়াকিন প্রতিটি মানুষের পরিশীলিত এবংপরিমার্জিত জীবন বোধের বিশুদ্ধ শিক্ষার বার্তা। যা বিপদগ্রস্ত, হতাশাগ্রস্ত মানুষকে আল্লাহর প্রতি বিশ্বাস বাড়াতে অনুপ্রেরণা জোগাবে। বিভিন্ন কাজে আল্লাহর রহমতের উপর ভরসা দৃঢ় করাবে এবং ক্সধর্যের সাথে সফলতা অর্জনে ব্রত হতে সাহায্য করবে প্রতিটি মানুষকে। ইনশাআল্লাহ। লেখক নাজনীন নাহার খুব সহজ সরলভাবে জীবন বোধ ও বিশ্বাসের কথা উপস্থাপন করেছেন বইটিতে। বিপদ, আপদ ও বালা মুসিবত থেকে পরিত্রাণের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পাশাপাশি আল্লাহর কাছে রহমত চাওয়ার কথা বলেছেন তিনি।
পিতা মোঃ বিল্লাল হোসেন ও মাতা বিলকিছ বেগমের ঘরে ৫ই আগস্ট ২০০০ সালে জন্মগ্রহন করেন। দুই ভাই ও দুই বোনের মধ্যে নাজনীন তৃতীয়। নেয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সমাপনী, বালুঘাট উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি ও এসএসসি পাশ করে বর্তমানে ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ এ উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগে অধ্যায়নরত। বাবা একজন সঙ্গীতশিল্পী। তাঁরই অনুপ্রেরণায় লেখালেখির হাতেখড়ি। ছোটবেলা থেকেই লিখছেন বিভিন্ন জাতীয় দৈনিক ও লিটলম্যাগে। প্রিয় শখ বইপড়া, গাছ লাগানো, লেখালেখি ও গান শোনা। ভবিষ্যতে একজন আদর্শবান ডাক্তার হয়ে অসুস্থ মানুষের সেবা করাই তাঁর জীবনের লক্ষ্য।