অস্থায়ী নিষেধাজ্ঞার ওপর বাংলায় রচিত পূর্ণাঙ্গ প্রথম বই দেওয়ানি বিচার প্রক্রিয়ায় অস্থায়ী নিষেধাজ্ঞার বিষয়টি যেভাবে গুরুত্ব বহন করে, তেমনি আবার এর সঙ্গে জড়ো হয়ে থাকে নানাবিধ আইনি ও প্রায়োগিক জটিলতা। বলা হয়ে থাকে, অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত যথাযথভাবে নিষ্পত্তি করার চেয়ে কিছু মোকদ্দমার রায় লিখে ফেলা সহজতর। আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কাজ করতে গিয়ে বিজ্ঞ বিচারক ও আইনজীবীগণ দৈনন্দিন যেসব আইনি ও প্রায়োগিক জটিলতা মোকাবেলা করেন, সেসব জটিলতাকে সহজবোধ্য করার প্রয়াসে ঝরঝরে ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করে বইটি গোছানো হয়েছে। প্রচলিত ধারার আলোচনা-পদ্ধতি থেকে বের হয়ে বইটি সাজানো হয়েছে ‘প্রশ্নোত্তর’ আকারে। লেখকের বিচারিক অভিজ্ঞতার ছাপ পাওয়া যাবে পুরো বইজুড়ে, যেখানে তত্ত¡গত দিকের চাইতে প্রায়োগিক বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে বেশি, পেশ করা হয়েছে বাস্তব মোকদ্দমার উদাহরণ। অস্থায়ী নিষেধাজ্ঞার প্রতিটি ধাপের খুঁটিনাটি সকল বিষয় আলোচনার পাশাপাশি যুক্ত করা হয়েছে উচ্চ আদালতের সর্বশেষ নজির। প্রায়োগিক দিক থেকে যারা অস্থায়ী নিষেধাজ্ঞাকে বুঝতে চান- সেসকল বিজ্ঞ বিচারক, আইনজীবী, গবেষক, শিক্ষার্থীসহ আইন-সংশ্লিষ্ট সকলের বইটি কাজে লাগবে।