মানবজীবনের সফলতা বা বিফলতা প্রকৃতপক্ষে একত্রিত হওয়ার দিনই নির্ধারিত হবে, যেদিন হবে মানুষের হার-জিতের দিন (সূরা তাগাবুন, আয়াত : ৯)। যেদিন আল্লাহ ঘোষণা করবেন একজনকে জান্নাতি আর অন্যজনরকে জাহান্নামি বলে। জান্নাতি ব্যক্তি হবে চিরকালীন সফল আর জাহান্নামি হবে চিরকালের জন্য বিফল। সেদিন একদল জিতে যাবে আর অন্যদল যাবে হেরে। বিচারের দিন জানা যাবে প্রকৃতপক্ষে কে ক্ষতিগ্রস্ত আর কে-ই-বা লাভবান। সেখানে জানা যাবে আসলে কে প্রতারিত হয়েছে আর কে ছিল বুদ্ধিমান। ‘প্রত্যেক ব্যক্তিকে তার কর্মকাণ্ডের প্রতিদান দেওয়া হবে।’ (সূরা যুমার, আয়াত : ৯০ ) ‘নাফরমানদেরকে সেদিন বলা হবে, প্রবেশ করো জাহান্নামের দরজাসমূহ দিয়ে, চিরকালই তোমাদেরকে এখানে থাকতে হবে।’ (সূরা যুমার, আয়াত : ৭২) আর যেসব মানুষ নিজের রবের নাফরমানি থেকে বিরত ছিল,তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। তারা যখন সেখানে উপস্থিত হবে, জান্নাতের দরজাসমূহ পূর্ব থেকেই খোলা থাকবে এবং জান্নাতের ব্যবস্থাপক ফেরেশতারা তাদেরকে বলবে, ‘সালাম, শান্তি বর্ষিত হোক তোমাদের প্রতি, প্রবেশ করো এ জান্নাতে চিরকালের জন্য।’ (সূরা যুমার, আয়াত : ৭৩)