ফ্ল্যাপে লিখা কথা বিশ শতকের প্রথমার্ধে বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক জগতের এক জৌতির্ময় ব্যক্তিত্ব আবুল ফজল (১৯০৩-৮৩) । ঢাকার ‘মুসলিম সাহিত্য সমাজের ‘(১৯২৬) অন্যতম কর্ণদধার ছিলেন তিনি। বাঙালি মুসলমান সমাজ যে সময় আধুনিক জীবন চেতনার পথ সন্ধানী সে সময়েই শিক্ষাবিদ ও সাহিত্যিক আবুল ফজলের আবির্ভাব। সমাজ ও কাল সচেতন প্রবান্ধিক হিসেবে খ্যাতি লাভ করলেও কথাশিল্পী হিসেবেও তিনি ছিলেন সমানভাবে প্রসিদ্ধ। স্বদেশ প্রীতি , অসাম্প্রদায়িক ,জীবনচেতনা ,সত্যনিষ্ঠা, মানবতা ও কল্যান বোধ তার সাহিত্যকর্মের প্রতিপাদ্য। ‘মুক্তবুদ্ধির চির সজাগ প্রহরী’ বলে খ্যাত আবুল ফজল সজাগ বুদ্ধিজীবীর ভূমিকা পালনের ক্ষেত্রে ছিলেন শি:শঙ্কচিত্ত। বাংলাভাষা ও সাহিত্য , বাঙালি সংস্কৃতি ও বাঙালি জাতির প্রতি ছিল তাঁর গভীর অনুরাগ ও মমত্ববোধ। সমাজ, রাজনীতি, অর্থনীতি,শিক্ষা ,ধর্ম, ভাষা, সাহিত্য ইত্যাদি বিষয়ে লিখেছেন অজস্র। তাঁর রচনা সমূহ আমাদের জন্য মূল্যবান সম্পদ।গবেষক আবদুল মান্নান বর্তমান গ্রন্থে সেই সম্পদকে ঐতিহাসিক ও সমাজতাত্ত্বিক পরিপ্রেক্ষিতে বিচার-বিশ্লেষণ করে স্বল্প পরিসরে তুলে ধরেছেন। বর্তমান গ্রন্থ বহুমাত্রিক ব্যক্তিত্ব আবুল ফজলকে জানতে, বুঝতে ও বিচার করতে যেমন সাহায্য করবে তেমনি পাঠকের আত্নোপলব্ধি বিপুল ভাবে প্রসারিত করবে।
সূচিপত্র * অবতরনিকা প্রথম অধ্যায়: পটভূমি * দ্বিতীয় অধ্যায়: সাহিত্য ও সংস্কৃতি ভাবনা ক. সাহিত্য ভাবনা খ. সংস্কৃতি ভাবনা * তৃতীয় অধ্যায়: শিক্ষা ও ধর্ম ভাবনা ক. শিক্ষা ভাবনা খ. ধর্ম ভাবনা * চতুর্থ অধ্যায়: সামাজিক ও অর্থনৈতিক ভাবনা ক. সামাজিক ভাবনা খ. অর্থনৈতিক ভাবনা * পঞ্চম অধ্যায়: রাজনীতি ভাবনা * ষষ্ঠ অধ্যায়: বর্তমান প্রেক্ষাপটে প্রাবন্ধিক আবুল ফজল * উপসংহার * গ্রন্থপঞ্জি
বি.এসসি. (অনার্স), এম.এসসি. রসায়ন, প্রথম শ্রেণি (জা.বি.), বিসিএস (শিক্ষা) প্রফেসর, রসায়ন বিভাগ, সরকারি তিতুমীর কলেজ, ঢাকা প্রাক্তন সহযোগী অধ্যাপক, রসায়ন বিভাগ, সরকারি তিতুমীর কলেজ প্রাক্তন সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর