ক্রিকেট বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা। হাতে গোনা কয়েকটা দেশ খেললেও ক্রিকেট কয়েকটি বৈশ্বিক খেলাকে ম্লান করে দিয়ে উঠে গেছে অন্য উচ্চতায়। ক্রিকেটেও এখন দেখা যাচ্ছে ফুটবলীয় উত্তেজনা। আমাদের বাংলাদেশে ক্রিকেট খেলা তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে। টেস্ট ক্রিকেট হলো এ খেলার অভিজাততম সংস্করণ। বাংলাদেশ টেস্ট ক্রিকেট খেলা শুরু করেছে গত দু'দশকের বেশি সময় ধরে। টেস্ট ক্রিকেটের অভিজাত সংস্করণে খেললেও বাংলাদেশ এ সংস্করণে ১২টি দেশের মধ্যে নিচের চারটিতে স্থান পেয়েছে। তারা আরো উপরে উঠার জন্য নিরন্তনর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। নিচের সারির দল হলেও বাংলাদশের চৌকস ক্রিকেটার সাকিব আল হাসান তার অসাধারণ নৈপুন্যের জন্য বিশ্ব ক্রিকেটের সেরা অলরাউন্ডার হিসেবে নন্দিত। বাংলাদেশ টেস্ট ক্রিকেটে তেমন ভালো না করলেও অন্য তিন ক্রিকেট-প্রথম শ্রেণীর ক্রিকেট, একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বা পঞ্চাশ ওভারের এবং টি-টোয়েন্টি বা বিশ ওভারের সীমিত ক্রিকেটে ভালোভাবে খেলে যাচ্ছে। এরমধ্যে বাংলাদেশ ওডিআই বা ৫০ ওভারের সীমিত ক্রিকেটে এক তৃতীয়াংশ ম্যাচ জেতার কৃতিত্ব দেখালেও জয়ের ধারাবাহিকতা তাদের অনুজ্জ্বল।