চট্টগ্রাম বার আউলিয়ার দেশ। অর্থাৎ চট্টগ্রামের জনগণ বিশ্বাস করে যে, সুদূর আরবরাজ্য থেকে বারজন অলি-দরবেশ সর্বপ্রথম চট্টগ্রামে এসে ইসলাম ধর্ম প্রচার করেন। তাঁদের মধ্যে হযরত শাহ মোহছেন আউলিয়ার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। চট্টগ্রামে ইসলাম প্রবেশ করে প্রথমে আরবদের মাধ্যমে। পরে তুর্কি-আফগান-মোগলদের আগমনের মাধ্যমে। ভারত উপমহাদেশের পূর্ব উপকূল চট্টগ্রাম বন্দরে আরবরা প্রথম যোগাযোগ স্থাপন করে। এমনকি তারা প্রাচ্যদেশীয় ব্যবসা-বাণিজ্যে একচেটিয়া অধিকার বিস্তার করেছিল। বলতে গেলে, তখন এশিয়ার সমুদ্রপথ ইউরোপের জানা ছিল না, তাই ইউরাপীয় ব্যবসায়ীরাও আরবদের মাধ্যমে এশিয়ার পণ্যদ্রব্য ক্রয় করে স্বদেশে নিয়ে যেত। আরবে ইসলাম বিস্তারের পরে মুসলমানরাও তাদের পূর্বপুরুষদের চিরাচরিত পেশা অবলম্বন করে আন্তর্জাতিক ব্যবসায়ে লিপ্ত হয়। তারা সমুদ্রবাণিজ্যে আত্মনিয়োগ করে এবং ব্যবসায়িক কারণেই সমুদ্র বন্দর চট্টগ্রামের সাথে যোগাযোগ স্থাপন করে। এইসব আরব বণিকদের সুবিধার্থে তথ্যাদি সংগ্রহকারীদের মধ্যে সুলায়মান তাজ নামক আরব্য এক ভৌগোলিকের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনিই সর্বপ্রথম আনুমানিক ৮৫১ খ্রিস্টাব্দে রচিত তাঁর সিলসিলাত-উৎ-তাওয়ারীখ গ্রন্থে এশিয়ার বিভিন্ন উপকূলবর্তী বন্দরসমূহ, বন্দরের দূরত্ব, সেখানে প্রাপ্ত পণ্য-সামগ্রী ইত্যাদি বিভিন্ন বাণিজ্যিক বিষয়ে আলোকপাত করেন। তার পরে ইবনে খুরদাদবিহ (মৃত্যু ৯১২ খ্রিঃ) তাঁর কিতাব-উল-মসালিক আল-মমালিক নামক গ্রন্থে আরব দেশ থেকে চীন সাম্রাজ্য পর্যন্ত বাণিজ্যপথ বর্ণনা করেন এবং এতদসঙ্গে সামুদ্রিক বন্দরসমূহের বিবরণও দেন। আল ইদ্রিসী ( জন্ম একাদশ শতাব্দীর শেষ পাদে) এবং আল-মাসুদী (মৃত্যু ৯৫৬ খ্রিঃ) নামক দু’জন ভৌগোলিকও অনুরূপ বিবরণ লিপিবদ্ধ করেছেন।
Title
হযরত শাহ মোহছেন আউলিয়া (র.) ও পীর-আউলিয়ার পুণ্যভূমি আনোয়ারা
Jamal Uddin- গল্পকার জামাল উদ্দীনের লেখালেখিতে আত্মনিয়োগ ছোটবেলা থেকেই। লিটল ম্যাগাজিন আর দৈনিক পত্রিকার সাময়িকী পাতায় প্রকাশ নব্বই দশকের শুরুতেই। নিজস্ব লিখনশৈলী, চিন্তা-চেতনায় ব্যতিক্রম, স্বকীয়তা আর বিষয়Ñবৈচিত্র্যে ভরা গল্পের জন্য পাঠক সমাদৃত। জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি কর্তৃক সদস্য লেখক সম্মাননা প্রাপ্ত। যুক্ত ছিলেন লিটল ম্যাগাজিন সম্পাদনা আর কথাসাহিত্য কেন্দ্রের সঙ্গে। দেশে জাতীয় পর্যায়ে প্রথম বারের মতো অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের গল্প উৎসবের আহ্বায়ক ছিলেন। মঞ্চে গল্প উপস্থাপনার নতুন মাধ্যম ‘স্টোরি থিয়েটার’সহ গল্পের নানা ফর্ম নিয়েও কাজ করেছেন। পেশায় সাংবাদিক। কাজ করছেন দৈনিক ইত্তেফাকে, অর্থনৈতিক সম্পাদকের পদে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতার অভিজ্ঞতা আর নেতৃত্বেও ছিলেন বিভিন্ন সংগঠনে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাধারণ সম্পাদক। ২০১৬ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন।