ভূমিকা স্নেহভাজন অধ্যাপক এ.বি.এম. শামসুদ্দীন আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার প্রিয় ছাত্র ছিলেন। তাঁর বই “আধুনিক ইংল্যাণ্ডের ইতিহাস”- এর কয়েকটি অধ্যায়ের পাণ্ডুলিপি যখন তিনি আমাকে দেখতে দেন, তখন তা অত্যন্ত আশা ও আগ্রহ নিয়েই দেখি। তিনি আমাকে খুশীই করেছেন। মনে হয়েছে, বইখানি ছাত্রদের খুবই উপকারে আসবে এবং তা অবিলম্বে সম্পূর্ণ করে প্রকাশ করা প্রয়োজন। যদিও মুখ্যত ডিগ্রী-শ্রেণীর জন্য লেখা, তবে অনার্স ও এম. এ (প্রিলিমিনারী) ছাত্রদেরও যথেষ্ট সাহায্য করবে বইখানি।
স্বচ্ছ ও নিরপেক্ষ ইতিহাস-দৃষ্টি দুর্লভ বস্তু। লেখকের তা আছে। তাছাড়া বাংলায় এ বিষয়ের উপরে বই যতদুর মনে হয় এই প্রথম। এসব মিলিয়েই বইখানির মূল্যবত্তা। ছাত্রসমাজে এর সামাদর হবে বলেই আমার বিশ্বাস।
মোঃ মোহর আলী প্রাক্তন রীডার, ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ২১/৮/৭৫
বিষয়সূচী * টিউডর বংশের রাজত্বকাল * সপ্তম হেনরী * অষ্টম হেনরী * ষষ্ঠ এডওয়ার্ড * মেরী * এলিজাবেথ * টিউডর যুগে ইংল্যাণ্ডের রেনেসাঁ * টিউডর যুগের শাসনতান্ত্রিক আলোচনা * স্টুয়ার্ট রাজবংশেল রাজত্বকাল * প্রথম জেমস * প্রথম চার্লস * কমনওয়েলথ বা প্রজাতন্ত্র * পুনঃপ্রতিষ্ঠিত স্টুয়ার্টদ্রে রাজত্বকাল : দ্বিতীয় চার্লস * দ্বিতীয় জেমস * তৃতীয় উইলিয়াম ও মেরী * অ্যান * হ্যানোভঅর রাজবংশের রাজত্বকাল : প্রথম জর্জ * দ্বিতীয় জর্জ * তৃতীয় জর্জ * চতুর্থ জর্জ * চতুর্থ উইলিয়াম * রাণী ভিক্টোরিয়া * সাক্সিবার্গ-রাজবংশীর রাজাদের রাজত্বকাল : সপ্তম এডওয়ার্ড * সাক্সিকোবার্গ বা উইগুসর রাজবংশীর রাজার রাজত্বকাল : পঞ্চম জর্জ