ভূমিকা বাংলা ভাষায় লেখা এ বিষয়টির ওপর আরো ক’টি বই রয়েছে। আমার এ বইটি হয়ত একটি ক্ষুদ্র সংযোজন মাত্র। তবে এমন একটি কঠিন বিষয়কে সহজ-সরল ও তথ্যপূর্ণ করে তোলার জন্য সার্বিকভাবে চেষ্টা করেছি। এ সত্ত্বেও অনেক ক্ষেত্রেই সীমাবদ্ধতা রয়ে গেছে।এজন্য সহৃদ পাঠকদের কাছে ক্ষমাপ্রার্থী।পরবর্তী সংস্করণে সংশোধন ও উন্নত করার আশা রইল। বইটি লেখার ব্যাপারে বহু সংখ্যক বিদেশি লেখকের বইয়ের সাহায্য নিয়েছি। এ জন্য তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার ছাত্র-ছাত্রীরা বইটি লেখার ব্যাপারে নানাভাবে আমাকে উৎসাহিত করেছে। আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর সলিম উল্লাহ খানের নিকট যিনি আমাকে এ কোর্সটি ক্লাসে পড়িয়েছিলেন। আমার সহকর্মী ডঃ নাসিম আখতার হোসেইন, জনাব নইম সুলতান ও শামছুল আলম বইটি লেখার ব্যাপারে বিভিন্ন পরামর্শ দিয়ে আমাকে কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করেছেন। আমার অন্যান্য সহকর্মীদের উৎসাহ উদ্দীপনাও আমাকে কৃতজ্ঞ করেছে। বইটি লেখা ও প্রকাশেল বিভিন্ন পর্যায়ে যারা নানাভাবে সহযোগিতা করেছে তাদের মধ্যে সোহেল, শিল্পী, সিমি, রুবেল, বাবু, নিজা, শামসুল, আলম, বেলী, সম্রাট, রফিক উল্লেখযোগ্য। আমার স্নেহাস্পদ ছাত্র নূর ও পন্নু সার্বিকভাবে সহযোগিতা করে আমাকে কৃতজ্ঞা করেছে।বইটি থেকে ছাত্রছাত্রীরা উপকৃত হলে আমার শ্রম সার্থক হয়েছে বলে মনে করব।বইটির উন্নতি বিধানের লক্ষ্যে যে কোনো গঠনমূলক পরামর্শ সাদরে গৃহীত হবে। অধ্যাপক মোঃ আব্দুল মান্নান সূচিপত্র *প্রথম অধ্যায় : গতানুগতিক পদ্ধতি *দ্বিতীয় অধ্যায় : আচরণবাদ *তৃতীয় অধ্যায় : তুলনামূলক রাজনীতি *চতুর্থ অধ্যায় : এলিট তত্ব *পঞ্চম অধ্যায় : গ্রুফ তত্ত্ব *ষষ্ঠ অধ্যায় : শ্রেণী তত্ত্ব *সপ্তম অধ্যায় : ব্যবস্থা তত্ত্ব *অষ্টম অধ্যায় : কাঠামো-কার্যগত তত্ত্ব *নবম অধ্যায় : রাজনৈতিক সংস্কৃতি *দশম অধ্যায় : রাজনৈতিক সামাজিকীকরণ *একাদশ অধ্যায় : রাজনৈতিক পদ্ধতি এয়োদশ অধ্যায় : সিদ্ধান্ত গ্রহণ তত্ত্ব *চতুর্থশ অধ্যায় : ক্রীড়া তত্ত্ব *পঞ্চদশ অধ্যায় : দ্বন্দ্ব তত্ত্ব *ষোরশ অধ্যায় : যোগাযোগ তত্ত্ব *সপ্তদশ অধ্যায় : ভূমিকা তত্ত্ব *অষ্টদশ অধ্যায় : আধুনিককীকরণ *উনবিংশ অধ্যায় : রাজনৈতিক উন্নয়ন *বিংশ অধ্যায় : নির্ভরশীলতা তত্ত্ব