পৃথিবীতে অনেক কিছুই ঘটে, কারো ভাল লাগোক আর নাই বা লাগোক। জীবনের এক প্রান্তে এসে এতো দিনে বুঝতে পেরেছি, সব মিষ্টি কথা মিষ্টি নয়। সব কঠোর কথাও কঠোর নয়। বই পুস্তকের সব লিখাও সব সময় হিসেবে মিলে না। কেন এমন হয় কেউ জানে না। অনেক কিছুরই উত্তর নাই। সব প্রশ্নের উত্তর পাওয়াও যায় না। জীবনটাই এমন। জীবনে অনেক কিছুই ঘটে। না চাইলেও ঘটে যায়। এটাই সৃষ্টির রহস্য। সংসার করবে না বলে জীবনে বিয়েই করেনি, অথচ বড় ভাইয়ের অনাকাঙ্খিত মৃত্যুর কারনে অবশেষে পুরো সংসারটার ভার সারা জীবন তাকেই বইতে হলো, তাও দেখেছি। কিছুই করার নেই, এরই নাম নিয়তি। সবকিছুকে অবহেলা করলেও নিয়তিকে অবহেলা করা যায় না। সম্ভব নয়। চেষ্টা করে মানুষ অনেক কিছুই করতে পাড়ে, কিন্তু নিজের দু’টি পা কিছুর সাহায্য ছাড়া নিজে নিজে তোলতে পাড়ে না। অনেক কিছুই আমাদের হাতে নেই। আমরা ভাবি একটা, ঘটে যায় অন্যটা। এটাই নিয়তি। আমি যা কল্পনাতেও ভাবি নাই তাই এখন করছি। কবিতা লিখছি। কোন দিন ভাবিনি লেখালেখি করব, তা’ও আবার কবিতা। কিন্তু তাই করছি। করতেই হয়, অফুরন্ত সময় এখন আমার হাতে। সময় কাটানোর জন্য হলেও এ’টা করতে আমি বাধ্য। তাই বাধ্য হয়েই করছি। অন্য কিছুই করার মতো আমার হাতে অন্তত এখন নেই। তাই ভাল মন্দ চিন্তা না করে এ’টাই করি। ভাল লাগোক আর নাই বা লাগোক আমাকে লিখতে হয়। এই লিখায় আমার সংসারের কেউ খুশী নয়। ছেলে মেয়ে নাতি কেউ নয়। এমন কি জীবন সঙ্গীনিও এতে খুশী নয়। তবু লিখি, লিখতে হয়, কে যেন লিখায়। না লিখে পারি না। এই লেখার জন্য তারা যে স্নেহমমতা থেকে বঞ্চিত হয়েছে এই জন্য আমি দুঃখিত।