নিজের অনেক আগের লেখা এখন মনে হয় কী-সব লিখেছি; এখন এসব আমার লেখা স্বীকার করতে ইচ্ছা হয় না; বলতে ইচ্ছে করে এসব কখনো আমি লিখিনি। তবুও আগের লেখার সাথে আজকের লেখার তুলনার জন্য হলেও পুরোনো লেখা সংগ্রহে থাকা জরুরি; তবেই না বুঝবো আমি আগের চেয়ে ভালো লিখছি কি না। সত্যিকার অর্থে আগের চাইতে আমি আরো বেশি মনোযোগী পাঠক হয়েছি; যার কারণে নিজেই নিজের লেখার পাঠক হয়ে নিজের আগের লেখাকেও অস্বীকার করার দুঃসাহস দেখিয়েছি। অনেক লেখার মধ্য থেকে অতি সাবধানে বেছে-বেছে যেগুলো মোটামুটি নিজের বলে মানতে পেরেছি সেসব লেখা নিয়ে আজকের এই বইটি। লেখার ছন্দের প্রয়োজনে নিজের ইচ্ছাকৃত কয়েকটি ব্যতীত অন্যান্য বানান ও ব্যাকরণ ভুল এড়িয়ে চলার স্টিম-রোলার চালিয়েছি; নিজেকে বসিয়েছি বেত হাতে মোটা চশমা পরা কড়া প্রথিতযশা বাংলা স্যারের জায়গায়। পাঠকের জায়গা হতে দেখেছি এতোটুকু খুঁত ধরার; সন্দিহান শব্দগুলোকে গুগলের সার্চ বক্সের রিমান্ডে নিয়ে পরখ করেছি। আমার লেখা পড়ে কারো যাতে বাংলা বানান ও ব্যাকরণে বিভ্রান্তি না ঘটে শুধু সেই চেষ্টাই করিনি; বরং আমার কারণেই যাতে 'বানান একটা লিখলেই হলো' প্রথা থেকে বেরোনোর নতুন সূচনা হতে পারে, শুদ্ধ বাংলা লিখার আগ্রহ জন্মাতে পারে এমন চেষ্টা করেছি। যথাসম্ভব চেষ্টা ছিলো লিখা থেকে শুরু করে বানান, ছন্দ, প্রচ্ছদ, ছাপা, বাঁধা পর্যন্ত প্রতিটা ধাপে সতর্ক থাকার; মনের অজান্তে, জ্ঞানের পরিধির সীমাবদ্ধতায়, চোখের অগোচরে, একটুখানি অসর্তকে হয়তো ভুল রয়ে যেতে পারে; বই সংশ্লিষ্ট যে কোনো ভুল পৃষ্ঠা সহকারে চিহ্নিত করে যোগাযোগ করলে খুশি ও উপকৃত হবো।