ভৌগোলিকভাবে বঙ্গোপসাগরে বাংলাদেশের অবস্থান ভূ-রাজনীতিতে এ দেশকে বেশ গুরুত্বপূর্ণ করে তুলেছে। বঙ্গোপসাগর, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের নেতৃত্ব, ল্যান্ডলক দেশ নেপাল ও ভুটানের সঙ্গে যোগাযোগ স্থাপন, চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের মাধ্যমে দক্ষিণ এশিয়ার সঙ্গে বিশ্বরে পশ্চিম প্রান্তের সংযোগ ঘটানো, ১৮ কোটি মানুষের বাজার, অদম্য অর্থনৈতিক উত্থান, তৈরি পোশাক খাতের বহুমুখী উৎপাদন ও রপ্তানি, জলবায়ুর কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে নেতৃত্ব দেওয়া-এসব কারণে বাংলাদেশ ভূ-রাজনীতিতে গুরুত্বপূর্ণ। সংযোগ জলপথসমূহের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে বঙ্গোপসাগর হলো বাংলাদেশের অর্থনৈতিক জীবনরেখা। সমুদ্রপথে বাণিজ্যের বাইরেও সমুদ্রের নিচের তেল ও গ্যাসের মতো মূল্যবান জ¦ালানি ও নানা খনিজ সম্পদ এবং ওপরের মাছের ভাণ্ডার এক দীর্ঘস্থায়ী সম্পদের আধার। ‘ব্লু ইকোনমি’ অর্থাৎ সমুদ্রকে ঘিরে অর্থনীতি বর্তমান বিশে^ এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এ জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করে তা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। পরিবেশ সুরক্ষা, জীববৈচিত্র্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাহলেই শুধু জাতিসংঘ ঘোষিত ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব। বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনজনিত বিরূপ প্রভাব থেকে মুক্ত রাখা এবং জীববৈচিত্র্য রক্ষার যাবতীয় পরিকল্পনা সমৃদ্ধ ‘ডেল্টা প্ল্যান-২১০০’ গৃহীত হয়েছে। তা ছাড়া বর্তমান সরকারের নেতৃত্বে বিশে^র আধুনিক সব তথ্য-প্রযুক্তির সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে যেভাবে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ, তা চতুর্থ শিল্পবিপ্লবে একটি সম্ভাবনাময় নেতৃত্বস্থানীয় অবস্থানেরই ইঙ্গিত দিচ্ছে। ই-গভর্নেন্স, ই-বিজনেস, ই-ব্যাংকিং, তথ্য-প্রযুক্তিনির্ভর শিক্ষা, তথ্য-প্রযুক্তি সেবা, ইন্টারনেট সেবা, ফোর-জি প্রযুক্তি প্রভৃতি ক্ষেত্রে দেশে এক নীরব বিপ্লব সংঘটিত হয়েছে। তথ্য-প্রযুক্তি খাতে বাংলাদেশের সাফল্যকে অনেক আন্তর্জাতিক সংস্থাই বিশ্বের রোল মডেল হিসেবে স্বীকৃতি দিচ্ছে। তথ্য-প্রযুক্তি খাতে বাংলাদেশের এ সাফল্যকে চতুর্থ শিল্পবিপ্লবের সম্ভাবনাময় নব অধ্যায়ের শুভ সূচনা বলছেন বিশেষজ্ঞরা। মাননীয় প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশে আজ ‘রূপকল্প ২০২১’ বাস্তবায়িত হয়েছে। দেশীয় ও আন্তর্জাতিক সব ষড়যন্ত্র মোকাবিলা করে রূপকল্প ২০২১-এর সাফল্যের ধারাবাহিকতায় প্রণীত হয়েছে ‘রূপকল্প ২০৪১’।