দ্বিতীয় সংস্করণের ভূমিকা বাংলা একাডেমী ঢাকা, বাংলার বাউল দর্শন শিরোনামে ১৯৯২ সালে গ্রন্থটি প্রকাশ করেন। গ্রন্থটি প্রকাশিত হওয়ার কয়েক বছরের মধ্যে সব কপি নিঃশেষ হয়ে যায়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও সম্মান শ্রেণীর নতুন সিলেবাস/পাঠক্রম অনুযায়ী “বাংলার বাউল দর্শন” বইটি অন্তর্ভূক্ত হয়েছে। বার বার তাগাদা দেয়া সত্ত্বেও পুর্নমুদ্রণের পদ্ধতিগত জটিলতার কারণে বাংলা একাডেমী তার পরবর্তী কোন সংস্করণ বের করতে পারেনি।গ্রন্থের ক্রমবর্ধমান চাহিদা লক্ষ করে ঢাকার খ্যাতনামা প্রতিষ্ঠান “বুক চয়েস” এর স্বত্ত্বাধিকারী জনাব হারুন অর-রশিদ বাংলার বাউল দর্শনের গ্রন্থটি প্রকাশের আগ্রহ দেখান। আমি তার আগ্রহে সম্মতি জ্ঞাপন করি এবং তাঁর সাথে প্রকাশনার ব্যাপারে চুক্তিবদ্ধ হই।মৌখিক কৃতজ্ঞতা জানিয়ে তাকে ছোট করতে চাইনা। এই গবেষণার আকর গ্রন্থের পাশাপাশি যাতে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিশয়ের পাঠ্যসূচিভূক্ত কোর্সের বিষয়াবলির সমাধান দিতে পারে বলে আমার বিশ্বাস।গ্রন্থটির দ্বিতীয় সংস্করণে কম্পিউটার কম্পোজ, গ্রুফ পঠন, মুদ্রণ প্রভৃতি কাজে যারা বিভিন্নভাবে জড়িত ছিলেন তাদের সকলের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ।পরিশেষে, তাই গ্রন্থটির মানোন্নয়নের ব্যাপারে শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকা ও সাধারণ শিক্ষার্থী ছাড়াও প্রাগ্রসর ছাত্র-ছাত্রী ও গবেষকদের পৃভূত উপকারে আসবে বলে আমার বিশ্বাস। সংশ্লিষ্ট সকলের গঠনমূলক পরামর্শ ও সমালোচনা সানন্দে গ্রহীত হবে। সূচিপত্র *ভূমিকা *বাউল দর্শন *বাউল মতের উদ্ভবকাল *বাউল দর্শনের বৈশিষ্ট্য *প্রকৃতি সাধনাতত্ত্ব *চার চন্দ্র ভেদতত্ত্ব *মনের মানুষ তত্ত্ব * ধর্মতত্ত্ব *গুরুবাদ বা মুরশিদতত্ত্ব; পীরতত্ত্ব *প্রেমতত্ত্ব *রূপ-স্বরূপতত্ত্ব *ধর্ম সাধনা *আত্মিক বিবর্তনবাদ