চুম্বক অংশ ভালোবাসায় ঠকে যাওয়ার যন্ত্রণার ভার বহন করা ভীষণ কঠিন। ছয় বছরের চেনা মানুষটা যখন হুট করে বদলে যায় তখন দুনিয়াটা কেবল বিভীষিকা আর যন্ত্রণাদায়ক ছাড়া কিছু মনে হয় না। বারবার মরতে গিয়েও মরতে না পারার আর্তনাদ হয়তো কেউ শুনে না। ভেতরের হাহাকার দেখার মতো হয়তো কেউ থাকে না। দগ্ধ হওয়া মনটা নিয়েও সবার সামনে অভিনয় করার কড়া দক্ষতাও বলে দেয় এ যন্ত্রণা সহ্য করার কষ্ট কত প্রখর। জীবিত থেকেও মৃত হয়ে যাওয়া মানুষ গুলোই কেবল বুঝে হারিয়ে যাওয়া ক্ষত কতটা বিক্ষত করে তুলে । চোখের সামনে নিজের মানুষটা বদলে যাওয়া বা অন্যের হয়ে যাওয়ার কষ্টটা বেশ প্রখর। সেই যন্ত্রণার জায়গা থেকে নিজেকে তিলে তিলে গড়ে তুলে যখন বেরিয়ে আসবেন। তখন যদি আপনি বুঝতে পারেন আপনার জীবনে আরও কিছু যন্ত্রণা দায়ক সত্য সামনে আসা বাকি। আর সেগুলো যখন সামনে আসতে থাকবে তখন এ দুনিয়ায় আপনার থেকে নিঃশ্ব আর অসহায় কাউকে মনে হবে না। এ অসহায়ত্ব হয় আপনাকে ভেঙ্গে গুড়িয়ে দিবে নাহয় আপনাকে শক্ত করে তুলবে। এ বইয়ে চারটি মূল চরিত্র আয়রা, আয়ান, আরশি আর জাহিনকে নিয়েই একটি যোগ -বিয়োগ, প্রেম-অপ্রেমের গল্প সাজিয়েছি। যার শুরু থেকে শেষ পর্যন্ত না পড়লে বুঝা যাবে না গল্পের মূল রহস্য। গল্পটি সাধারণ ধাঁচের আট দশটা প্লট দিয়ে শুরু হলেও গল্পের পরোতে পরোতে মিলবে টুইস্ট। আর শেষটাতে গিয়ে খুলবে গভীর রহস্যের জট।