প্রিয় ছাত্র/ছাত্রী আল্লাহর অশেষ রহমতে আমি একটি নতুন Academic বই প্রকাশিত করতে পেরেছি। এই বইটিতে আমি শুধু Tense অথবা ‘কাল’ সম্পর্কে আলোচনা করেছি। সব সময় একটা জিনিস মনে রাখতে হবে যে, সুন্দরভাবে ও সঠিকভাবে ইংরেজি শিখতে হলে অথবা কথা বলতে গেলে আমাদের Tense অথবা ‘কাল’ সম্পর্কে জানা আবশ্যক। শুধু তাই না ‘ ঞবহংব’ এর ব্যবহার এবং গঠন আমাদের পুরোপরি আয়েত্ত করতে হবে। আমরা আসলে গ্রামার পড়তে চাই না বিরক্ত হই অথবা ভয় পেয়ে যায়। কিন্তু আমরা ইংরেজি শিখতে চাই। আমি মনে করি সহজে ইংরেজি শিখতে হলে আমাদের ‘ Learning System’ জানতে হবে। তাহলে আমরা ইংরেজি বলতে লিখতে পড়তে পারবো। এই সহজ পদ্ধতি আমি আপনাদের বলে দিচ্ছি এবং বইটিতে আলোচনা করেছি। At First/ সর্বপ্রথমে: Noun, Pronoun, Adjective, Verb, Adverb, এই গুলো সম্পর্কে প্রচুর পড়তে হবে এবং মাথায় রেখে দিতে হবে। তারপর Tense, Voice, Preposition সম্পর্কে আমাদের খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। এরপর আমরা এগুলো Set / সাজিয়ে যে কোন Sentence / বাক্য তৈরি করতে পারবো। এর বাইরে আপনার অন্য কিছু জানার প্রয়োজন নেই। এই Step গুলো ব্যবহার করে আমরা ইংরেজিতে বলতে, লিখতে ও পড়তে পারবো। যদিও আমি এই বইটিতে ‘ Tense’ সম্পর্কে আলোচনা করেছি। পরবর্তী বইটিতে Voicr সম্পর্কে আলোচনা করবো।